adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিবিসি প্রেজেন্টার সেভিলের যৌনাচারের শিকার ৫০০ নারী-শিশু

জিমি সেভিল (ফাইল ফটো)আন্তর্জাতিক ডেস্ক : বিবিসির কুখ্যাত প্রেজেন্টার জিমি সেভিলের যৌন লালসার শিকার হয়েছেন ৫০০ নারী ও শিশু। এর মধ্যে ২ বছরের শিশু এবং মানসিক রোগীও রয়েছে বলে জানা গেছে।
 নতুন এক তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে। ‘ন্যাশনাল সোসাইটি ফর দ্যা প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন’ বা এনএসপিসিসি নামের একটি সংস্থা এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সেভিলের যৌন লালসার শিকার হয়েছে যারা তাদের মধ্যে বেশিরভাগই ১৩ থেকে ১৫ বছরের কিশোরী।
এনএসপিসিসি’র পরিচালক পিটার ওয়াট বলেছেন, আমাদের তদন্ত অনুসারে যদি আর কেউ না থেকে থাকে তাহলে সেভিলই হচ্ছেন সবচেয়ে বড় যৌন অপরাধী। তিনি আরো বলেন, এ ধরনের যৌন অপরাধীরা অরক্ষিত শিকার খুঁজে বের করতে এবং তাদের ওপর যৌন পীড়ন চালাতে কোনো ধরনের সুযোগ নষ্ট করে না।
পিটার ওয়াট জানান, লন্ডনের বাইরে বার্কশায়ারে অবস্থিত মানসিক হাসপাতালের বোডরুমেও সেভিল যৌন অপরাধ করেছেন। বিবিসি’র প্রেজেন্টার সেভিল তার ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে একের পর এক যৌন অপরাধ করেন। তবে, ২০১১ সালে তার মৃত্যুর পর তার শত শত যৌন অপরাধের ঘটনা প্রকাশ হয়ে পড়ে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া