adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা আসছেন চীনের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার

oq-puvan-fz20131223002627ঢাকা: দ্বিপক্ষীয় সফরে ঢাকা আসছেন চীনের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার লিউ চেন মিন। 
আগামী সংসদ নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝেই চীনের এই নেতার ঢাকা সফরকে গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা। 
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনের পক্ষ থেকে আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর লিউ চেন মিনের সফরের তারিখ হিসেবে প্রস্তাব করা হয়েছে। তবে, এ তারিখ পরিবর্তিত হতে পারে বলেও সূত্র জানায়।
জানা যায়, সফরে চীনের এ ভাইস মিনিস্টার পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
দু’দিনের সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত করবেন। তবে, এসব বৈঠকের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি।
জানা যায়, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের (বিসিআইএম) মধ্যকার অর্থনৈতিক করিডোর বিষয়ে আলোচনা হতে পারে। 
প্রসঙ্গত, বিসিআইএম অন্তর্ভুক্ত সদস্য দেশের প্রতিনিধিরা বিসিআইএম অর্থনৈতিক করিডোর ওয়ারকিং গ্রুপ তৈরিতে একটি যৌথ গবেষণা পরিকল্পনায় সাক্ষর করেছে। ২০১৪ সালের জুন মাসে বাংলাদেশে বিসিআইএম অর্থনৈতিক করিডোর ওয়ারকিং গ্রুপ পরবর্তী বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক নয়া সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং প্রতিবেশি ভারতের নয়া পররাষ্ট্র সচিব সুজাতা সিং এরই মধ্যে ঢাকা সফর করেছেন। নির্বাচন সামনে রেখে এদের পরই চীনের ভাইস মিনিস্টারের ঢাকা আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া