adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তসলিমা নাসরিনকে লেখা ফারুকীর চিঠি

FARUKIবিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর আগে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে চিঠিটি লিখেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই চিঠিটিই সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ করেন তসলিমা নিজেই। চিঠির অংশ বিশেষ ‌জয়পরাজয় পাঠকদের জন্য দেয়া হলো।

….‘আপনার তড়িৎ উত্তর পেয়ে খুবই ভালো লাগলো। আমার দুএকটা কাজ আপনার দেখা হয়েছে জেনে ভালো লাগলো। আপনার পোস্টাল এড্রেস পেলে আমার বাছাই করা কিছু কাজ পাঠিয়ে দিতে পারবো। প্রথমে একটা কথা বলে নিই, আপনি যখন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তখন আমরা ছোট, ফলে আমাদের কথা বলার কোনও সুযোগ ছিল না। আজকের দিনে হলে হয়তো আপনার পাশে অনেক তরুণকে পেতেন। কারণ আপনার লেখা নিয়ে আমার হাজারো সমালোচনা থাকতে পারে, বিরুদ্ধ মত থাকতে পারে, কিন্তু তার জন্য আপনাকে কতল করতে হবে, তা হতে পারে না। আমার দৃষ্টিতে ওই হুজুরদের চেয়েও বড় অপরাধি সেই সব প্রগতিশীল সুবিধাবাদী বড় ভাইয়েরা যারা সেদিন নির্বাক ছিলেন। 

আপনি জেনে রাখবেন একদিন এই কথাগুলো আলোচিত হতে শুরু করবে। যাই হোক, অপ্রাসঙ্গিক অনেক কথা বলে ফেললাম। হয়ত হঠাৎ দেখা হওয়ায় আবেগ সামলাতে না পেরে জমানো কথাগুলো উগড়ে দিলাম। সে যাই হোক, আমি একটা নতুন ছবি বানাচ্ছি, নাম ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। এটা ঢাকা শহরে বসবাসরত একটা একা মেয়ের গল্প। ছবিটার প্রাথমিক কাজ শেষ হয়ে গেলে আপনাকে দেখাতে চাই। বাংলাদেশ অনেক এগিয়েছে। দলে দলে মেয়েরা চাকরিতে যাচ্ছে। মেয়েরা এখন তাদের মত এবং পছন্দের মূল্য দিতে পারছে। তারপরও আসলে কতদূর এগিয়েছে? আপনার ফেলে যাওয়া ঢাকা এখন কেমন আছে? এইসব একটু আপনাকে দেখাতে চাই।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া