adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে নিষিদ্ধ হবে প্লাস্টিকের বোতল, দাম বাড়বে ওষুধের

image_59996_0কলকাতা: ভারতে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিকের ওষুধের বোতল৷ এর ফলে একদিকে যেমন ওষুধের গুণগত মান রক্ষা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে, তেমনই কিন্ত্ত দাম বাড়বে ওষুধের৷ কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার সাম্প্রতিক এই সিদ্ধান্তে ওষুধের প্রবল মূল্যবৃদ্ধির অশনি সঙ্কেত দেখছে সংশ্লিষ্ট মহল৷

কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের মতে, প্লাস্টিকের বোতলে ওষুধ রাখলে ভারতীয় আবহাওয়ায় ওষুধের গুণগত মান প্রভাবিত হয়৷ রোগীদের ক্ষতির সম্ভাবনাও বাড়ে৷ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ামক সংস্থা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেটে দেশটির উত্তরাঞ্চলের এক স্বেচ্ছাসেবী সংস্থা প্লাস্টিকের ওষুধের বোতল ব্যবহার বন্ধ করা নিষিদ্ধ করতে আবেদন করেছিল৷ তার ফলেই এই সিদ্ধান্ত৷

বিষয়টি কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা প্রযুক্তিগত উপদেষ্টা কমিটিকে যাচাই করতে দিয়েছিল৷ সেই কমিটি প্লাস্টিকের বোতলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলে৷ পাশাপাশি, তারা জানায়, অতিরিক্ত গরমে ওষুধের ক্ষতি হয়৷ ক্ষতির মাত্রা নির্ণয় করতে সেন্ট্রাল সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেন্টারকে দায়িত্বও দিয়েছে৷ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, প্রাথমিক পদক্ষেপ হিসেবে সমস্ত শিশু, প্রসূতি, কমবয়সি মহিলা এবং বয়স্কদের ওষুধের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবত্ করা হবে৷ ছ'মাস সময় দেওয়া হবে প্লাস্টিক থেকে কাচের বোতলে ফিরতে৷ তার পর সিদ্ধান্ত নেয়া হবে, কবের মধ্যে সমস্ত ওষুধের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা বলবত্ করা হবে৷

এই সিদ্ধান্তে কপালে ভাঁজ পড়েছে ওষুধ বিক্রেতা থেকে শুরু ওষুধ প্রস্ত্ততকারক সবারই৷ ইন্ডিয়ান ড্রাগ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের কর্তারা বলছেন, নিরানব্বই শতাংশ ওষুধই তো প্লাস্টিকে বোতলে রাখা হয়৷ তা কাচের বোতলে রাখা হলে তৈরির খরচ এবং ফ্রেট চার্জ বাড়বে৷ ওষুধের দাম কমপক্ষে ১০ শতাংশ বাড়বেই৷ সংগঠনের পূর্ব ভারতে চেয়ারম্যান দীপনাথ রায়চৌধুরী বলেন, 'ওষুধের দাম ঊর্ধ্বমুখী হবেই৷ পাশাপাশি ওষুধ নষ্টে পরিমাণও বাড়বে৷'কলকাতার খিদিরপুরের এক ওষুধ বিক্রেতা ইন্দ্রজিৎ হাজরা বলেন, 'সব জিনিসের দাম বাড়ছে৷ এর মধ্যে ওষুধেব দাম বাড়লে মধ্যবিত্তের সমস্যা বাড়বে বই কমবে না৷'

দেরাদুনের মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থাটি আবেদন জমা দেয় চলতি বছরের শুরুতে৷ তাদের অভিযোগ ছিল, প্লাস্টিকের সঙ্গে তরল ওষুধের রাসায়নিক বিক্রিয়া হয়৷ এই বিক্রিয়ার ফলে রোগীর শরীরে অম্তঃক্ষরা (এন্ডোক্রাইন) গ্রন্থির কাজকর্ম প্রভাবিত হয়৷ শিশুদের সামগ্রিক বৃদ্ধিও প্রবল ভাবে ব্যহত হয়৷ তা ছাড়া, ভারতের মতো দেশে গড় তাপমাত্রা এতটাই বেশি যে, তাতে প্লাস্টিক বোতলের মধ্যে থাকা পলিইথিলিন টেট্রাফ্যালেট (পিইটি) ক্ষয়ে হয়৷ প্লাস্টিকের ক্ষয়ের ফলে ওষুধের গুণমানও কমে যায়৷ দীর্ঘদিন প্লাস্টিকের বোতলে থাকা ওষুধ খেলে সরাসরি শরীরে বিষক্রিয়া হয় বলে অভিযোগ তোলে ওই সংস্থা৷ তাদের মত ছিল, সীসা, ক্যাডমিয়াম এবং পারদের মতই সমান গতিতে বিষক্রিয়া ঘটায় প্লাস্টিকের বোতল৷ শুধু তাই নয়, ওষুধের রাসায়নিক পরিবর্তনে যেমন ক্যান্সারের অনুঘটক রাসায়নিক তৈরি হয়, তেমন গর্ভস্থ শিশুদের জন্মগত ত্রুটিও দেখা দেয়৷ সূত্র: সংবাদ সংস্থা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া