adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পর্দার আড়ালে রাখা হল স্পন্সর প্রতিষ্ঠানের ডিএমডিকে

football_khela1 (1)এল আর বাদল : খেলাধুলার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করছে ইসলামী ব্যাংক। এটা কোনো নতুন ঘটনা নয়। নতুন ঘটনা হচ্ছে এ বছর স্কুল ফুটবল স্পন্সর করতে গিয়ে ব্যাংক কর্মকর্তাদের নতুন অভিজ্ঞতা অর্জন। অবিশ্বাস্য হলেও সত্যি, বাফুফের আমন্ত্রণে সাড়া দিয়ে স্কুল ফুটবল পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসে ইসলামী ব্যাংক লিমিটেড। এখানে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিক্ষা মন্ত্রণালয়। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা হলেও ইসলামী ব্যাংক একটু কোনঠাসাই বটে। এর মধ্যেও তারা ফুটবলের পৃষ্ঠপোষকতায় ইতিবাচ সারা দিলেও তাদের মাথাটা নিচু করে রাখল শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যাংকটির সঙ্গে কোনো চুক্তিতে আসতে পারেনি। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংককে পৃষ্ঠপোষক হিসাবে রেখে মন্ত্রণালয় নিজেই চুক্তি করে বাফুফের সঙ্গে। ওই চুক্তিতে স্কুল ফুটবল চালাতে আর্থিক সহায়তার কথা উল্লেখ আছে কীনা তাও জানানো হয়নি সাংবাদিকদের। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীসহ উপস্থিত সবাইকে পরিচয় করিয়ে দেয়া হলেও ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকের নাম উল্লেখ করেনি। এরপর বক্তব্য পর্বেও তাকে ফ্লোর দেয়া হয়নি। তবে বাফুফে সভাপতি তার বক্তব্যে একবার পৃষ্ঠপোষকতার জন্য ইসলামী ব্যাংকের নাম উল্লেখ করে ধন্যবাদ জানান। কিন্তু শিক্ষামন্ত্রী ও সচিব তাদের বক্তেব্যে একবারও ইসলামী ব্যাংকের নাম উচ্চারণ হয়নি। এ অবস্থায় অনুষ্ঠানে উপস্থিত থাকা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালককে সংবাদ কর্মীরাও চিনতে পারেননি। কিন্তু পরিবেশ এতটাই ভারী ছিল যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাকে সংবাদ কর্মীরা প্রশ্ন করতে পারেনি। যে কোনো টুর্নামেন্টে মধ্যমনি হয়ে থাকে স্পন্সর প্রতিষ্ঠান। কিন্তু ইসলামী ব্যাংকের ওই কর্মকর্তা মধ্যমনি তো দূরের কথা, সামনে থেকেও যেনো পর্দার আঁড়ালে রাখা হয়েছিল। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া