adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধান্তহীনতায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : আইসিসি মিটিং শেষ করে দুই দিন আগেই দেশে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দেশ ত্যাগের আগেই বলেছিলেন ফিরেই বিসিবির বোর্ড মিটিংয়ে বসবেন। তাতে ফয়সালা হবে একাধিক বিষয়। কিন্তু বিসিবির অভ্যন্তরীণ কোন্দলে বিসিবি সভাপতি এখনো বোর্ড মিটিং আয়োজনের ঘোষণা দিচ্ছেন না বলে সূত্র থেকে জানা গেছে।
টি-২০ বিশ্বকাপে দুর্নীতি, দলীয় কোন্দল, দলের বাজে পারফরমেন্স, সাকিবের শাস্তি আর কাকে কাকে বাদ দেয়া হবে এসব নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না পাপন। মূলত বিসিবি এখন সিদ্ধান্তহীনতায় ভূগছে বলে জানিয়েছে ওই সূত্রটি।
বিসিবি সভাপতির সামনে এখন অনেকগুলো সমস্যা। এর মধ্যে একাধিক এজেন্ডা আছে যা দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। কিন্তু বিসিবি পরিচালকদের দুই গ্র“পে বিভক্ত হওয়ায় এজেন্ডাগুলো সামনে আনা যাচ্ছে না। আর সমস্যাগুলোরও সমাধান করতে পারছেন সভাপতি পাপন। এসব প্রসঙ্গ এখন ক্রিকেটাঙ্গনে প্রকাশ্য আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
টি-২০ বিশ্বকাপের কারণে এতদিন যারা মুখ বন্ধ রেখেছেন তারাও এখন সমালোচনা শুরু করেছেন। সঙ্গে তো টিভিতে টক শো-র ঝড় আছেই। প্রশ্ন উঠেছে জাতীয় লিগ না খেলে টাকার জন্য সাকিব কেন আইপিএলে!
টি-২০ বিশ্বকাপে দলের ভরাডুবির তদন্ত রিপোর্ট বিসিবি প্রকাশ করছে না কেন? যাদের কারণে দলে কোন্দল, সেই ক্রিকেটারদের চিহ্নিত করার প্রয়োজন নেই। কারণ তাদের বিসিবি পরিচালকসহ সবাই চেনেন। তাদের বিরুদ্ধে বিসিবি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না কেন?
আর সবচেয়ে বেশি আলোচিত সাকিবের বক্তব্য। কারও মধ্যে দেশপ্রেম নেই-এমন উক্তি করেছিলেন সাকিব টি-২০ বিশ্বকাপ চলাকালে। যা বিসিবি-ক্রিকেটার লিখিত চুক্তির বাইরে। আইন অনুয়ায়ী সাকিবের বড় ধরনের শাস্তি প্রাপ্য।
এ বিষয়েও পাপন সুনির্দিষ্ট কোনো কিছু বলেননি। তিনি জানিয়েছিলেন বোর্ড মিটিং করে সিদ্ধান্ত হবে। আর নিজের মধ্যে আলোচনা তো চলবেই। তাহলে এতো বিলম্ব কেন? প্রশ্নটি ক্রিকেটাঙ্গনে প্রচণ্ড সমালোচিত।
সূত্র থেকে জানা গেছে, সাকিবের পক্ষে একাধিক পরিচালক পেছন থেকে কলকাঠি নাড়ছেন। সে কারণেই সাকিব এতো সাহস পাছেন। এছাড়া টি২০ চলাকালে সাকিবের ড্রেসিং রুমে আচরণও ছিল প্রশ্নবিদ্ধ! যা বিসিবি ভালোভাবেই ওয়াকিফহাল।
এ ছাড়া দলের পারফরম করতে না পারাদের দলে আছেন ওপেনার তামিম। তাকেও বাদ দেয়ার তালিকায় আনা হচ্ছে না কেন-একাধিক পরিচালক এই প্রশ্ন তুলেছেন। কিন্তু পরিচালক আকরাম খান চাচা হওয়াতে একটি গ্র“প তামিমের পক্ষে কাজ করছে। বিসিবি সভাপতি পাপন পড়েছেন বিপাকে। একাধিক পরিচালকের কাছ থেকে এমন তথ্য জানা গেছে। কিন্তু পাপনের নেতিবাচক দৃষ্টিতে পড়তে চান না বলেই প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না বলেও জানিয়েছেন পরিচালকরা।
অন্যদিকে ভারতীয় কোম্পানি নিম্বাসের কাছ থেকে টিভি স্বত্ব চুক্তির মোটা অংকের পাওনা টাকা আজও বিসিবি আদায় করতে পারেনি। কারণ বিসিবি তখনকার কিছু কর্মকর্তা নিম্বাসের সঙ্গে বোর্ডে বসে গ্যারান্টি মানির চুক্তি স্বাক্ষর করেননি ব্যক্তিস্বার্থে। সে খেসারত বিসিবি এখন হাড়ে হাড়ে দিচ্ছে।
মজার বিষয় হচ্ছে, ২০০৬ সালের বিসিবি বোর্ডে থাকা ওই পরিচালক এখন পাপনের বিসিবি বোর্ডে বহাল আছেন। অথচ এ নিয়ে বিসিবিতে কোনো আলোচনা নেই। এ নিয়ে প্রশ্ন উঠলেই বিসিবি পরিচালকরা পাশ কাটিয়ে যান। নিম্বাসের সঙ্গে সম্পর্ক চুকে যাবার পর বিসিবি নতুন করে আর কোনো কোম্পানির সঙ্গে টিভি স্বত্ব বিক্রির চুক্তি করেনি। ঝুলে আছে লম্বা সময় ধরে। ২০১৪ সালের শুরুতেই নতুন চুক্তি হওয়ার কথা। কিন্তু সিদ্ধান্তহীনতার কারণে বিসিবি টিভি স্বত্ব চুক্তির আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক : আইসিসি মিটিং শেষ করে দুই দিন আগেই দেশে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দেশ ত্যাগের আগেই বলেছিলেন ফিরেই বিসিবির বোর্ড মিটিংয়ে বসবেন। তাতে ফয়সালা হবে একাধিক বিষয়। কিন্তু বিসিবির অভ্যন্তরীণ কোন্দলে বিসিবি সভাপতি এখনো বোর্ড মিটিং আয়োজনের ঘোষণা দিচ্ছেন না বলে সূত্র থেকে জানা গেছে।
টি-২০ বিশ্বকাপে দুর্নীতি, দলীয় কোন্দল, দলের বাজে পারফরমেন্স, সাকিবের শাস্তি আর কাকে কাকে বাদ দেয়া হবে এসব নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না পাপন। মূলত বিসিবি এখন সিদ্ধান্তহীনতায় ভূগছে বলে জানিয়েছে ওই সূত্রটি।
বিসিবি সভাপতির সামনে এখন অনেকগুলো সমস্যা। এর মধ্যে একাধিক এজেন্ডা আছে যা দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। কিন্তু বিসিবি পরিচালকদের দুই গ্র“পে বিভক্ত হওয়ায় এজেন্ডাগুলো সামনে আনা যাচ্ছে না। আর সমস্যাগুলোরও সমাধান করতে পারছেন সভাপতি পাপন। এসব প্রসঙ্গ এখন ক্রিকেটাঙ্গনে প্রকাশ্য আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
টি-২০ বিশ্বকাপের কারণে এতদিন যারা মুখ বন্ধ রেখেছেন তারাও এখন সমালোচনা শুরু করেছেন। সঙ্গে তো টিভিতে টক শো-র ঝড় আছেই। প্রশ্ন উঠেছে জাতীয় লিগ না খেলে টাকার জন্য সাকিব কেন আইপিএলে!
টি-২০ বিশ্বকাপে দলের ভরাডুবির তদন্ত রিপোর্ট বিসিবি প্রকাশ করছে না কেন? যাদের কারণে দলে কোন্দল, সেই ক্রিকেটারদের চিহ্নিত করার প্রয়োজন নেই। কারণ তাদের বিসিবি পরিচালকসহ সবাই চেনেন। তাদের বিরুদ্ধে বিসিবি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না কেন?
আর সবচেয়ে বেশি আলোচিত সাকিবের বক্তব্য। কারও মধ্যে দেশপ্রেম নেই-এমন উক্তি করেছিলেন সাকিব টি-২০ বিশ্বকাপ চলাকালে। যা বিসিবি-ক্রিকেটার লিখিত চুক্তির বাইরে। আইন অনুয়ায়ী সাকিবের বড় ধরনের শাস্তি প্রাপ্য।
এ বিষয়েও পাপন সুনির্দিষ্ট কোনো কিছু বলেননি। তিনি জানিয়েছিলেন বোর্ড মিটিং করে সিদ্ধান্ত হবে। আর নিজের মধ্যে আলোচনা তো চলবেই। তাহলে এতো বিলম্ব কেন? প্রশ্নটি ক্রিকেটাঙ্গনে প্রচণ্ড সমালোচিত।
সূত্র থেকে জানা গেছে, সাকিবের পক্ষে একাধিক পরিচালক পেছন থেকে কলকাঠি নাড়ছেন। সে কারণেই সাকিব এতো সাহস পাছেন। এছাড়া টি২০ চলাকালে সাকিবের ড্রেসিং রুমে আচরণও ছিল প্রশ্নবিদ্ধ! যা বিসিবি ভালোভাবেই ওয়াকিফহাল।
এ ছাড়া দলের পারফরম করতে না পারাদের দলে আছেন ওপেনার তামিম। তাকেও বাদ দেয়ার তালিকায় আনা হচ্ছে না কেন-একাধিক পরিচালক এই প্রশ্ন তুলেছেন। কিন্তু পরিচালক আকরাম খান চাচা হওয়াতে একটি গ্র“প তামিমের পক্ষে কাজ করছে। বিসিবি সভাপতি পাপন পড়েছেন বিপাকে। একাধিক পরিচালকের কাছ থেকে এমন তথ্য জানা গেছে। কিন্তু পাপনের নেতিবাচক দৃষ্টিতে পড়তে চান না বলেই প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না বলেও জানিয়েছেন পরিচালকরা।
অন্যদিকে ভারতীয় কোম্পানি নিম্বাসের কাছ থেকে টিভি স্বত্ব চুক্তির মোটা অংকের পাওনা টাকা আজও বিসিবি আদায় করতে পারেনি। কারণ বিসিবি তখনকার কিছু কর্মকর্তা নিম্বাসের সঙ্গে বোর্ডে বসে গ্যারান্টি মানির চুক্তি স্বাক্ষর করেননি ব্যক্তিস্বার্থে। সে খেসারত বিসিবি এখন হাড়ে হাড়ে দিচ্ছে।
মজার বিষয় হচ্ছে, ২০০৬ সালের বিসিবি বোর্ডে থাকা ওই পরিচালক এখন পাপনের বিসিবি বোর্ডে বহাল আছেন। অথচ এ নিয়ে বিসিবিতে কোনো আলোচনা নেই। এ নিয়ে প্রশ্ন উঠলেই বিসিবি পরিচালকরা পাশ কাটিয়ে যান। নিম্বাসের সঙ্গে সম্পর্ক চুকে যাবার পর বিসিবি নতুন করে আর কোনো কোম্পানির সঙ্গে টিভি স্বত্ব বিক্রির চুক্তি করেনি। ঝুলে আছে লম্বা সময় ধরে। ২০১৪ সালের শুরুতেই নতুন চুক্তি হওয়ার কথা। কিন্তু সিদ্ধান্তহীনতার কারণে বিসিবি টিভি স্বত্ব চুক্তির আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক : আইসিসি মিটিং শেষ করে দুই দিন আগেই দেশে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দেশ ত্যাগের আগেই বলেছিলেন ফিরেই বিসিবির বোর্ড মিটিংয়ে বসবেন। তাতে ফয়সালা হবে একাধিক বিষয়। কিন্তু বিসিবির অভ্যন্তরীণ কোন্দলে বিসিবি সভাপতি এখনো বোর্ড মিটিং আয়োজনের ঘোষণা দিচ্ছেন না বলে সূত্র থেকে জানা গেছে।
টি-২০ বিশ্বকাপে দুর্নীতি, দলীয় কোন্দল, দলের বাজে পারফরমেন্স, সাকিবের শাস্তি আর কাকে কাকে বাদ দেয়া হবে এসব নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না পাপন। মূলত বিসিবি এখন সিদ্ধান্তহীনতায় ভূগছে বলে জানিয়েছে ওই সূত্রটি।
বিসিবি সভাপতির সামনে এখন অনেকগুলো সমস্যা। এর মধ্যে একাধিক এজেন্ডা আছে যা দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। কিন্তু বিসিবি পরিচালকদের দুই গ্র“পে বিভক্ত হওয়ায় এজেন্ডাগুলো সামনে আনা যাচ্ছে না। আর সমস্যাগুলোরও সমাধান করতে পারছেন সভাপতি পাপন। এসব প্রসঙ্গ এখন ক্রিকেটাঙ্গনে প্রকাশ্য আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
টি-২০ বিশ্বকাপের কারণে এতদিন যারা মুখ বন্ধ রেখেছেন তারাও এখন সমালোচনা শুরু করেছেন। সঙ্গে তো টিভিতে টক শো-র ঝড় আছেই। প্রশ্ন উঠেছে জাতীয় লিগ না খেলে টাকার জন্য সাকিব কেন আইপিএলে!
টি-২০ বিশ্বকাপে দলের ভরাডুবির তদন্ত রিপোর্ট বিসিবি প্রকাশ করছে না কেন? যাদের কারণে দলে কোন্দল, সেই ক্রিকেটারদের চিহ্নিত করার প্রয়োজন নেই। কারণ তাদের বিসিবি পরিচালকসহ সবাই চেনেন। তাদের বিরুদ্ধে বিসিবি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না কেন?
আর সবচেয়ে বেশি আলোচিত সাকিবের বক্তব্য। কারও মধ্যে দেশপ্রেম নেই-এমন উক্তি করেছিলেন সাকিব টি-২০ বিশ্বকাপ চলাকালে। যা বিসিবি-ক্রিকেটার লিখিত চুক্তির বাইরে। আইন অনুয়ায়ী সাকিবের বড় ধরনের শাস্তি প্রাপ্য।
এ বিষয়েও পাপন সুনির্দিষ্ট কোনো কিছু বলেননি। তিনি জানিয়েছিলেন বোর্ড মিটিং করে সিদ্ধান্ত হবে। আর নিজের মধ্যে আলোচনা তো চলবেই। তাহলে এতো বিলম্ব কেন? প্রশ্নটি ক্রিকেটাঙ্গনে প্রচণ্ড সমালোচিত।
সূত্র থেকে জানা গেছে, সাকিবের পক্ষে একাধিক পরিচালক পেছন থেকে কলকাঠি নাড়ছেন। সে কারণেই সাকিব এতো সাহস পাছেন। এছাড়া টি২০ চলাকালে সাকিবের ড্রেসিং রুমে আচরণও ছিল প্রশ্নবিদ্ধ! যা বিসিবি ভালোভাবেই ওয়াকিফহাল।
এ ছাড়া দলের পারফরম করতে না পারাদের দলে আছেন ওপেনার তামিম। তাকেও বাদ দেয়ার তালিকায় আনা হচ্ছে না কেন-একাধিক পরিচালক এই প্রশ্ন তুলেছেন। কিন্তু পরিচালক আকরাম খান চাচা হওয়াতে একটি গ্র“প তামিমের পক্ষে কাজ করছে। বিসিবি সভাপতি পাপন পড়েছেন বিপাকে। একাধিক পরিচালকের কাছ থেকে এমন তথ্য জানা গেছে। কিন্তু পাপনের নেতিবাচক দৃষ্টিতে পড়তে চান না বলেই প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না বলেও জানিয়েছেন পরিচালকরা।
অন্যদিকে ভারতীয় কোম্পানি নিম্বাসের কাছ থেকে টিভি স্বত্ব চুক্তির মোটা অংকের পাওনা টাকা আজও বিসিবি আদায় করতে পারেনি। কারণ বিসিবি তখনকার কিছু কর্মকর্তা নিম্বাসের সঙ্গে বোর্ডে বসে গ্যারান্টি মানির চুক্তি স্বাক্ষর করেননি ব্যক্তিস্বার্থে। সে খেসারত বিসিবি এখন হাড়ে হাড়ে দিচ্ছে।
মজার বিষয় হচ্ছে, ২০০৬ সালের বিসিবি বোর্ডে থাকা ওই পরিচালক এখন পাপনের বিসিবি বোর্ডে বহাল আছেন। অথচ এ নিয়ে বিসিবিতে কোনো আলোচনা নেই। এ নিয়ে প্রশ্ন উঠলেই বিসিবি পরিচালকরা পাশ কাটিয়ে যান। নিম্বাসের সঙ্গে সম্পর্ক চুকে যাবার পর বিসিবি নতুন করে আর কোনো কোম্পানির সঙ্গে টিভি স্বত্ব বিক্রির চুক্তি করেনি। ঝুলে আছে লম্বা সময় ধরে। ২০১৪ সালের শুরুতেই নতুন চুক্তি হওয়ার কথা। কিন্তু সিদ্ধান্তহীনতার কারণে বিসিবি টিভি স্বত্ব চুক্তির আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া