adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে চলছে অবৈধ ওষুধবিরোধী অভিযান, আটক ১৩০০

image_59542_0বেইজিং: অবৈধ ও ভুয়া ওষুধ তৈরি, বিপণন ও বিজ্ঞাপন দেয়ার দায়ে এক হাজার তিনশর’ও বেশি লোককে গ্রেফতার করেছে চীন। রোববার দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া  এ খবর জানিয়েছে।

এইক সঙ্গে প্রায় নয় মেট্রিক টন ভুয়া (ফেইক) ঔষুধ ও এর কাঁচামাল আটক করা হয়েছে। এসব ওষুধ ও কাঁচামালের মূল্য চীনা মুদ্রায় প্রায় ২.২ বিলিয়ন ইউয়ান (৩৬২.৪ মিলিয়ন মার্কিন ডলার)। চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

গত জুন থেকে চালানো ভুয়া ওষুধ বিরোধী এ অভিযানে এখনো পর্যন্ত ১৪০টি অবৈধ ওয়েবসাইট ও অনলাইন ফার্মেসি বন্ধ করে দিয়েছে পুলিশ। এসব ওয়েবসাইট ও অনলাইন ফার্মেসিতে ভুয়া ও অবৈধ ওষুধ কেনা-বেচা ও বিজ্ঞাপন দেয়া হতো। দেশটির ২৯টি প্রদেশে একযোগে চালানো হয় এ অভিযান। এসব ওষুধের মধ্যে রয়েছে শিশুদের ঠাণ্ডা লাগা থেকে শুরু করে বড়দের হার্টের ওষুধ।

গত জুলাইয়ে চীনের রাষ্ট্রীয় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা করে, অবৈধ ওষুধ আটকে ছয় মাসব্যাপী অভিযান পরিচালনা করা হবে। এছাড়া, বৃটিশ ওষুধনির্মাতা প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইনের কাছ থেকে চীনের ওষুধ কোম্পানিগুলোর ঘুষ নেয়ার অভিযোগটিও তদন্ত করছে চীনা প্রশাসন।

অবৈধ ওষুধ ও বিষাক্ত খাবার তৈরির অভিযোগে ২০১২ সালে আট হাজারেরও বেশি লোক আটক করা হয়; যা এর আগের বছরের চেয়ে পাঁচ গুণ বেশি।

চীনের সরবরাহকৃত বিষাক্ত হেপারিন নামক ওষুধ সেবন করে ২০০৮ সালে ১৪৯ জন আমেরিকান মারা যাওয়ার পর থেকে অবৈধ ওষুধ দমনে সোচ্চার হয় চীন। সূত্র: রয়টার্স ও সিনহুয়া

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া