adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া টিকাকেন্দ্রে গিয়ে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।
আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি।

ওই হাসপাতাল থেকে এক মাস আগে গত ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

সেদিনের মত আজও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গাড়ি থেকে নামেননি। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে গাড়িতে এসে টিকা দিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।

এর আগে বিকেল চারটার দিকে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে টিকা নেওয়ার উদ্দেশ্যে হাসপাতালের দিকে রওনা হন।

এদিকে বিএনপি নেত্রীর হাসপাতালে আসার খবরে কর্মীদের অনেকে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে ভিড় করেন।

বিএনপি নেতাদের মধ্যে মাহবুব উদ্দিন খোকন, নিলুফার চৌধুরী মনি, যুব দলের সাইফুল আলম নিরব, সুলতানা সালাহউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, এসএম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, শরীফুল ইসলাম জুয়েল, মহিলা দলের সুলতানা আহমেদসহ নেতারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

হাসপাতালের সামনে এসে পৌঁছালে চিকিৎসক ও নার্স এসে গাড়িতে অবস্থানরত খালেদা জিয়াকে টিকা দেন। এরপর খালেদা জিয়া আবার নিজের বাসার উদ্দেশে চলে যান।

খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল। ২৭ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। মূলত পোস্ট কোভিড জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া