adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট শ্রেষ্ঠত্ত্বের পুরস্কার পেলো দ. আফ্রিকা

ছবি: সংগৃহীত স্পোর্টস ডেস্ক : আইসিসির এক নম্বর দল হিসেবে মঙ্গলবার ক্রিকেট দনি আফ্রিকা (সিএসএ) ৪৭৫,০০০ ডলার পেল। এপ্রিলের ১ তারিখ পর্যন্ত দ. আফ্রিকা আইসিসির টেস্ট দল হিসেবে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিল।
আইসিসির প্রধান কার্যনির্বাহি ডেভিড রিচার্ডসন সিএসএ-কে এই চেক প্রদান করেন। সিএসএ-এর প্রধান হারুন লরগাত দলের হয়ে এই চেক গ্রহণ করেন। দ. আফ্রিকার পরে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় দল হিসেবে ছিল অস্ট্রেলিয়া। তারা পেয়েছে ৩৭০.০০০ ডলার। তৃতীয় স্থানে থাকা ভারত পেয়েছে ২৬৫,০০০ ডলার এবং ১৬০,০০০ ডলার পেয়েছে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড। ক্রিকইনফো
চেক গ্রহণের পরে সিএসএ-এর প্রধান হারুন লরগাত বলেন, আমি শুধু দলের খেলোয়াড় আর ম্যানেজমেন্টের হয়ে নয়, বরং সকল দ. আফ্রিকানদের হয়ে এই প্রাইজমানি পেয়ে খুবই সম্মান এবং গর্ব অনুভব করছি।
২০১৫ সালের বিশ্বকাপের পর এই প্রাইজমানি বেড়ে হবে ১.৩৪ মিলিয়ন ডলার, যা ভাগ করে দেয়া হবে শীর্ষস্থানে থাকা চারটি দলের মাঝে। শীর্ষস্থানে থাকা দল পাবে ৫০০,০০০ ডলার। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দলগুলো পাবে যথাক্রমে ৩৯০,০০০ ডলার, ২৮০,০০০ ডলার এবং ১৭০,০০০ ডলার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া