adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনের তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) কাছে উপজেলা নির্বাচনের তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য চাওয়া হয়েছে।ইসি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অফিস থেকে আন অফিসিয়ালি উপজেলা নির্বাচনের তথ্য দিতে ইসির কাছে অনুরোধ করা হয়েছে।ইসির এক সিনিয়র সহকারী সচিব এ বিষয়ে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপজেলা নির্বাচনের সকল তথ্য জানতে চেয়েছে। তবে  ভোটের তথ্যের ওপর বেশি জোর দেওয়া হয়েছে।তিনি জানান, উপজেলা নির্বাচনে দলগুলোর প্রার্থীরা সর্বমোট কত ভোট পেয়েছে সেটাই জানতে চেয়েছে, বিশেষ করে দল হিসেবে আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের হিসেবেই নজর পিএম অফিসের। এই তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী দল হিসেবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে বলে উপজেলা নির্বাচন নিয়ে সামগ্রিক একটি সংবাদ সম্মেলন করবেন বলেও পিএম অফিস থেকে ইসিকে জানানো হয়েছে।তিনি আরো বলেন, ইসি সামগ্রিক তথ্য প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। কিন্তু কোন দল কত ভোট পেয়েছে সে তথ্য সংগ্রহ করা হয় না বলে জানানো হয়েছে। ইসি যেহেতু উপজেলা নির্বাচনকে প্রচলিত আইন অনুযায়ী অরাজনৈতিক নির্বাচন হিসেবে দেখে তাই সব প্রার্থীই আমাদের কাছে নির্দলীয় প্রার্থী।প্রথম পর্যায় থেকে পঞ্চম পর্যায়ের উপজেলা নির্বাচনের সকল তথ্য চাওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এসব তথ্য চাওয়া হয় অনানুষ্ঠানিকভাবে।আন অফিসিয়ালি গত উপজেলা নির্বাচনে দলভিত্তিক ভোটারের হিসাব,  কেন্দ্রের, কক্ষের ও মোট কত ভোট পড়েছে তা জানতে চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে কমিশন থেকে জানানো হয়েছে কমিশনে দলগত কোনো ভোটারের হিসাব নেই।কমিশন থেকে যে তথ্য দেওয়া হয় তা হলো প্রথম পর্যায় থেকে পঞ্চম পর্যায় পর্যন্ত ৪৫৮টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এরমধ্যে প্রথম পর্যায়ে ১০২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন হয় ৯৮ উপজেলায়।দ্বিতীয় পর্যায়ে ১১৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ১১৫টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়।তৃতীয় পর্যায়ে ৮৩ উপজেলার নির্ভাচনের তফসিল  ঘোষণা করা হলেও ভোট হয় ৮১ উপজেলায়।চতুর্থ পর্যায়ে ৯২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন হয় ৯১ উপজেলায়।পঞ্চম পর্যায়ে ৭৪ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ভোট হয় ৭৩ উপজেলায়।এ তথ্যে আরো উল্লেখ করা হয় প্রথম পর্যায়ে ১১টি কেন্দ্র, দ্বিতীয় পর্যায়ে ১৫৪টি কেন্দ্র, তৃতীয় পর্যায়ে ৩৩টি  কেন্দ্র, চতুর্থ পর্যায়ে ৩৪টি কেন্দ্র ও পঞ্চম পর্যায়ে ২৫ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়। সর্বমোট ২৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়।প্রধানমন্ত্রীর দফতরে দেওয়া তথ্যে আরো বলা হয় প্রথম পর্যায়ে মোট  ভোটার ছিল  ১ কোটি ৬৪ লাখ ৭৮হাজার ১৭২ জন, ভোটকেন্দ্রের সংখ্যা ৬ হাজার ৯৯৫টি, দ্বিতীয় পর্যায়ে মোট ভোটার  ১ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৫২২ জন, মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭ হাজার ৯৮৩টি, তৃতীয় পর্যায়ে মোট ভোটার ৬৮ লাখ ৪৩৫ জন, মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৫৯৭টি, চতুর্থ পর্যায়ে মোট ভোটার  ১ কোটি ৪৩ লাখ ২৫ হাজার ৬৪৪ জন, মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬ হাজার ১০০টি এবং পঞ্চম পর্যায়ে মোট ভোটার ১ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৭৫১ জন ও মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৫৩৪টি।সর্বমোট ভোটার ৭ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫২৪ জন, মোট কেন্দ্র ৩২ হাজার ২০৯টি।এসব তথ্য বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া