adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শীত সময়ে শুটিংয়ে মিষ্টি বিড়ম্বনা

Fuvge-fuhgvat20131128161714গ্রীষ্ম কালের গরম হোক আর শীতকালের তীব্র শীত হোক কোনটাতেই রেহাই নেই অভিনয় শিল্পীদের। তবুও শীতকালকে শুটিংয়ের জন্য মিষ্টিকালই বললেন সময়ের তারকারা। কিন্তু মিষ্টিকাল হলে কি হবে কঠিন শীতে যখন শুটিং করার জন্য পানিতে নেমে ডুব দিতে হয় তখন এই মিষ্টিটা তেতো অভিজ্ঞতায় পরিণত হয়। শীতের শিশির অনুভব করার মত হলেও ঘুম থেকে উঠে সকাল বেলা শুটিং করতে যাওয়াটাও কম কষ্টের নয় বলেই জানালেন তারা। তারপরও শুটিংয়ের জন্য গরমের থেকে শীতটাই বেশি আরামদায়ক বলে মনে করেন তারা। 

শীতে পূবাইলে শুটিং করতে গিয়ে এক বড় ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছিল অভিনেতা হাসান মাসুদকে। বললেন ‘শুটিং শেষে রাতে ফেরার সময় রাস্তায় একটা বড় ধরনের জ্যাম বেঁধে যায়। আমি রেগে গিয়ে গাড়ি থেকে নেমে আর একটা গাড়িকে পিছিয়ে দিতে গিয়ে মনে হল আমি আমার গাড়ি ভেতর থেকে লক করে বেরিয়েছি। তখন আশেপাশের লোকজন ঐ এলাকার একজন চোরকে ধরে এনে আমার গাড়ির আর একটা তালা বানিয়ে আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছিল।’

তিনি বলেন, ‘শীতের সময় কুয়াশা এবং শিশির দুটোই শুটিংয়ের জন্য বিড়ম্বনার।’

‘শীতকাল হোক আর গরমকাল হোক শুটিং তো শুটিংই। মাস কাল বিবেচনা করে শুটিং হয়না।` বললেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি আরো বলেন, `যেহেতু সব ধরনের পরিবেশ পর্দায় ফুটিয়ে তুলতে হয় তাই সময়টা এখানে গুরুত্ব দেওয়া হয় না। সেক্ষেত্রে দেখা যায় গরমের সময় সুট টাই পরে শুটিং করতে হচ্ছে আবার শীতের সময় খালি গায়ে পানিতে নামতে হচ্ছে। তবে গরমের থেকে শীতের শুটিং কম কষ্টদায়ক।’

শীতে শুটিং এ কষ্টের অভিজ্ঞতা শেয়ার করলেন এই অভিনেতা। বললেন, ‘হারকিপ্টা নাটকের শুটিং করার সময় পুরো নাটকেই আমার পোশাক ছিল একটা সেন্ডো গেঞ্জি আর একটা লুঙ্গি। শীতের সময় এই শুটিং করতে ভালোই কষ্ট হয়েছে আমার। আবার গরমের সময়ও বিড়ম্বনা কম নেই। আসলে সত্যি বলতে কি প্রচন্ড গরমের সময় মনে হয় শীত ভালো আর শীতের সময় গরম।’

অভিনেতা সিদ্দিক বলেন, ‘শীতের সময় সবথেকে বেশি খারাপ লাগে সকাল বেলা যখন শুটিং এর জন্য ঘুম থেকে উঠতে হয়।  ইদ্রিস হায়দারের ‘সৈয়দ বাড়ির কন্যা‘ সিনেমার শুটিং করার সময় ভোর বেলায় আমাকে পানিতে নামতে হয়েছিল। ঐদিন পানিতে নেমে প্রতিটা ডুব মারার সময় মনে হচ্ছিল আর পানি থেকে উঠতে পারবো না। আবার শীতের দিনে মজাও আছে। অনেক সময় শুটিং বাতিল হলে আমরা পুরো ইউনিটটাই থিচুরি রান্না করে খাই। গরমের সময় রোদে শুটিং করতেও অনেক কষ্ট হয়। তবে শুটিং এর জন্য তুলনামুলকভাবে গরমের থেকে শীতটাই বেশি মানানসই।’

শীতের সময় রোমান্টিক নাটক করতে খুব ভালো লাগে বলে জানালেন অভিনেতা নাঈম। বলেন, ‘গরমে আমরা অনেক বেশি ঘেমে যাই। কিন্তু শীতে এই সমস্যাটা হয় না।’

সকালে ঘুম থেকে ওঠা বা রাতে কুয়াশায় শুটিং করতে কোন সমস্যা হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সারা বছরে আমরা মাত্র তিনটা মাস শীত পাই। এই তিন মাসের জন্য এই কষ্টগুলোকে আসলে কষ্ট মনে হয় না। যদিও মাঝে মাঝে ঠান্ডা লাগে। তারপরও এই শিশির আর কুয়াশাটাকে তো আমার ভালোই লাগে। আর শীতের দিনের রোদ তো মিষ্টি শুটিং করতে কষ্টও কম হয়।’
  
অভিনেত্রী স্বাগতা বলেন, ‘শীতে বিড়ম্বনার থেকে সুবিধা বেশি। কিন্তু সবসময় যে সুবিধা থাকে এমন নয়।  শুটিং শেষে রাতে বাসায় ফেরার সময় কষ্ট হয়। গত বছর টাঙ্গাইলে শুটিং স্পট থেকে ফেরার সময় অনেক রাত হয়ে গিয়েছিল। কুয়াশায় ঢাকা ছিল পুরোটা রাস্তা। আরা পথে কোন অন্যান্য গাড়িও ছিল না বললেই চলে। ভাগ্য ভালো ছিল তাই ঐরাতে কোন খারাপ পরিস্থিতিতে পরতে হয়নি। যদি কোন বিপদে পরেই যেতাম তাহলে দর্শক আজ আর আমাকে দেখতে পেত না।’

শুটিং এ শীতের প্রভাবটা একটু কষ্টদায়ক বলে জানালেন অভিনেত্রী ভাবনা। তিনি বললেন, ‘উত্তরা কেন্দ্রিক শুটিং আমি খুব কম করি। আমার বেশির ভাগ শুটিং বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়। ফলে শীতের ঠান্ডাটা আমার জন্য খারাপ প্রভাব ফেলে। কদিন আগে কিশোরগঞ্জ শুটিং করতে গিয়েছিলাম। শুটিং এর প্রথম রাত থেকে জ্বর। কিন্তু যদি এই অসুস্থতা পরিচালককে বলি তাহলে পরিচালক বলবে সিডিউল ফাসিয়েছে। তাই বাধ্য হয়ে এই ঠান্ডায় জ্বর নিয়েই শুটিং করতে হয়েছে। তবে শীতে কষ্ট থাকলেও মজা আছে। শীতের দিনের রোদটা খুব মিষ্টি থাকে লাগে তাই শুটিং করতে শান্তি লাগে।’
 
শীতে আর যাই হোক মেকআপ নষ্ট হয় না বলে শীতের শুটিং করতে খুব মজা লাগে অভিনেত্রী মৌসুমী হামিদের। তবে কদিন আগে ‘না মানুষ’ সিনেমার শুটিং করতে গিয়ে দুই আড়াই ঘণ্টা একটানা পানিতে নেমে থাকতে হয়েছিল তার। জানালেন সেই অভিজ্ঞতা। ‘পানি থেকে উঠার পর জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জ্ঞান ফেরার পর দেখি পরিচালক অনিমেষ আইচসহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। তখন অনেক লজ্জা পেয়েছিলাম। ঐদিনের কথা চিন্তা করে মনে হয় শুটিং এ শীতটা খুবই বিড়ম্বনার। তারপর আমি বলব শুটিং করার জন্য গরমের থেকে শীতটা অনেক আরামদায়ক।’

শীত প্রধান দেশ দার্জেলিং, শিলং এসব জায়গায় বাড়ি বানাবেন অভিনেত্রী নওশাবা। নওশাবা বলেন, ‘আমি শীতটা খুব ইনজয় করি। শুটিং এর সময় শুধু সকাল বেলা উঠতে খুব কষ্ট হয়। গরমের সময় শুটিং করলে রোদের কারণে শিল্পীদের প্রচুর এনার্জি ক্ষয় হয়। এটা শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। শীতে কুয়াশাটা একটু কষ্টদায়ক হলেও সারাদিনের রোদটা ক্লান্ত করে না। তাই ঠিক করেছি বুড়ি হলে শীতপ্রধান দেশে বাড়ি বানাবো।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া