adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহিলা বিশ্বকাপ জয় করলাে ইংল্যান্ড – এবারও ব্যর্থ ভারত

indiaaস্পাের্টস ডেস্ক : ইতিহাস গড়ার সবচেয়ে বড় সুযোগটা হাতছাড়া হলো মিতালি রাজদের। ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে স্বপ্ন পূরণের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে হতাশায় পুড়লেন মিতালি-পুনম-হারমানপ্রিতরা। শিরোপা জিতে নিল ইংলিশ মেয়েরা। স্বগতিকদের দেওয়া ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পুনম রাউত-হারমানপ্রিত দারুণ ব্যাটিংয়ে স্বপ্ন তাড়িত করেছিলেন সবাইকে। কিন্তু লর্ডসে ১১তম নারী বিশ্বকাপের ফাইনালের মঞ্চটি নিজের করে নিলেন অ্যানিয়া শ্রাবসোলে। তার ৬ উইকেট নেওয়ার ম্যাচে আশা জাগিয়েও ভেঙ্গে পড়লো ভারতের ব্যাটিং লাইন। ২১৯ রানে অল আউট হলো দলটি। ৯ রানের জয়ে চতুর্থ বারের মতো নারী বিশ্বকাপের শিরোপা পেল ইংল্যান্ড।
লর্ডসে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২২৮ রান করেছিল ইংল্যান্ড নারী দল। জবাবে ৮ বল বাকি থাকতে ভারতের ইনিংস গুটিয়ে গেছে ২১৯ রানে।
সক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ২২৮/৭ (টেইলর ৪৫, স্কাইভার ৫১; ঝুলন ৩/২৩, পুনম ২/৩৬)
ভারত : ২১৯ (পুনম ৮৬, হরমনপ্রীত ৫১,শ্রাবসোলে ৬/৪৬)
ফল : ইংল্যান্ড ৯ রানে জয়ী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া