adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারওয়ান বাজার অগ্নিকাণ্ড হাজার কোটি টাকার ক্ষতি -স্বরাষ্ট্রমন্ত্রীর পুষিয়ে দেয়ার আশ্বাস

karwanbazar_111342নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাওরান বাজারের জনতা টাওয়ারের পেছনে হাসিনা মার্কেটের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে অন্তত ২০০ দোকান পুড়েছে। ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাত সাড়ে ৯টায় তিনি ঘটনাস্থলে আসেন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেয়ারও আশ্বাস দিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকও ঘটনাস্থল পরিদর্শন করেন।

দফায় দফায় ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট প্রচেষ্টা চালিয়ে ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত উল্লাহ। টিনশেডের দোতলা হাসিনা মার্কেটের পুড়ে যাওয়া এই দোকানগুলোর অধিকাংশই ছিল মসলার আড়ত। এর বড় অংশে ছিল আদা,রসুন,পিঁয়াজ,মরিচের আড়ত। হলুদ-মরিচ গুঁড়া করার কিছু মিলও ছিল। পাশাপাশি লেপ তোষকের দোকান এবং খাবার দোকানও ছিল সেখানে।

ফায়ার সার্ভিসের ডিজি মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনাস্থলে দাহ্য পদার্থ ছিল, আর জায়গাটাও ভীষণ অন্ধকার, এছাড়াও পানির স্বল্পতাও ছিল। এসব কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে।’

কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নিশ্চিত বলা না গেলেও হোটেলে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের লাইন থেকে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকারও বেশি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া