adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেয়র কাদের মির্জার অভিযোগ ‘ভিত্তিহীন’ বললেন একরাম চৌধুরী

ডেস্ক রিপাের্ট : বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ নাকচ করে দিয়েছেন নোয়াখালী-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।

কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই।

শনিবার বিকেলে একরাম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘আমাকে দলের হাইকমান্ড থেকে বলা হয়েছে ওনার (কাদের মির্জা) ব্যাপারে আমি যেন একটা কথাও না বলি।’

তিনি বলেন, ‘এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আমি ১০ তারিখে জাবেদের (জেলা আওয়ামী লীগ নেতা) মেয়ের বিয়েতে ছিলাম। ১১ তারিখ চট্টগ্রাম গেলাম আর ১২ তারিখ আমার ছোট ভাইয়ের মেয়ের বিয়েতে ছিলাম।’

‘আজ আমি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছি। তাহলে আমি কীভাবে বাড়িতে বসে তার বিরুদ্ধে মিটিং করছি? উনি কী বলেন না বলেন!’ যোগ করেন আওয়ামী লীগের এই এমপি।

এর আগে বেলা ১১টায় কাদের মির্জা তার অনুসারী নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ তুলে বসুরহাট পৌরসভার মেয়র কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, ‘নোয়াখালীর একরাম ও ফেনীর নিজাম হাজারীর অস্ত্র আমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে।’

কাদের মির্জা আরও বলেন, ‘শুক্রবার রাতে একরাম চৌধুরীর বাড়িতে নিজাম হাজারী আর একরাম চৌধুরীর নির্দেশে তাকে হত্যা করার জন্য সেখানে বৈঠক করে। আমার এখানে (বসুরহাট) আবারও হামলা করার তারা একটা প্রক্রিয়া করছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া