adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ইসলামি জোটের যাত্রা

image_62799_0সমমনা ইসলামি দলগুলোর সমন্বয়ে ন্যাশনাল ইসলামিক এলায়েন্স নামে নতুন জোট গঠন করা হয়েছে। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই নতুন জোটের ঘোষণা দেন খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান। বাংলামেইল
 
প্রাথমিকভাবে জোটভুক্ত দলগুলো হলো খেলাফত মজলিস, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট ও পিপলস জাস্টিস পার্টি।
 
সংবাদ সম্মেলনে মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘দেশ ও জাতির এক চরম ক্রান্তিলগ্নে ইসলামি দলসমূহ নিজস্ব স্বকীয়তা নিয়ে ঐক্যবদ্ধ হোক এটাই ধর্মপ্রাণ দেশবাসীর প্রত্যাশা। এ অবস্থায় ধর্মপ্রাণ জনতাকে আন্দোলনে উজ্জীবিত করে ইসলামি দাবিগুলো আদায়ের লক্ষ্যে আল্লাহর ওপর ভরসা করে কয়েকটি সমমনা ইসলামি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘ন্যাশনাল ইসলামিক এলায়েন্স’ জোটের ঘোষণা করছি।’
 
সমমনা আরো কয়েকটি দল নতুন এ জোটে যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
 
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘রাজনীতির নামে বোমাবাজি, নিরীহ জনগণের সম্পদ ধ্বংস, রাস্তায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের তা-ব ইসলাম সমর্থন করে না।’
 
এসময় তারা দেশের জনগণের নানা ভোগান্তির মুক্তিসহ ৭ দফা দাবি উপস্থাপন করেন এবং দাবি আদায় না হলে আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন তারা।
 
দাবিগুলোর মধ্য উল্লেখযোগ্য হলো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর ন্যায্য অধিকার নিশ্চিত কর, জাতীয় নারীনীতির ইসলামবিরোধী ধারাগুলো বাতিল করা ও দেশ থেকে দুর্নীতি নির্মূলের লক্ষ্যে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি।
 
জামায়াতের সঙ্গে জোট করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ‘জামায়াতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বরং তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ রয়েছে। সুতারাং তাদের সঙ্গে জোট করার কোনো প্রশ্নই ওঠে না।’
 
হেফাজত সম্পর্কে প্রশ্ন করলে তারা বলেন, ‘যেহেতু হেফাজত স্বীকার করেছে তারা অরাজনৈতিক দল সুতরাং তাদের সঙ্গেও আমাদের জোট করার কোনো সম্ভাবনা নেই।
 
জামায়াত-হেফাজত এই দুটি দল ছাড়া যাদের সঙ্গে নীতি-আদর্শে মিলবে তাদরেকেই ইসলামিক এলায়েন্সে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তারা।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মুক্তিযোদ্ধা হুমায়ন কবীর, নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দীন, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান অ্যাড. নুরুল ইসলাম ও সাংগঠনিক সচিব অ্যাড. খায়রুল আহসান প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া