adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড. ইউনূস ইস্যুতে কাকে খুশি করতে ডিএজি এমরান এসব বলেছেন, প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের

ডেস্ক রিপাের্ট: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সংক্রান্ত বিবৃতিতে স্বাক্ষর করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন। প্রশ্ন রেখে তিনি বলেছেন, ‘কাল তো উনার ছুটি ছিল। কোনো ডিউটি (কোর্টে) ছিল না। উনি স্যুটট্যুট পরে (কোর্টে) চলে এসেছেন।

তিনি টিভির সামনে গিয়ে কী কারণে ব্রিফ করলেন, কেন করলেন, কোন উদ্দেশ্যে করলেন সেটার খোঁজ নিন আপনারা। কাকে খুশি করার জন্য তিনি এসব কথা বলেছেন?’
আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা এ প্রশ্ন রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ড. ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিতের আহ্বান জানিয়ে গত ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দেন বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক জনসংযোগ প্রতিষ্ঠান সিজিয়ন পিআর নিউজওয়্যার তাদের ওয়েবসাইটে সেদিন এ চিঠি প্রকাশ করে।

এ চিঠির পর গত ৩ সেপ্টেম্বর এ খোলা চিঠির প্রতিবাদ জানায় দেশের ৫০ জন সম্পাদক। এক যৌথ বিবৃতিতে তারা ওই চিঠিকে বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ বলে উল্লেখ করেন। আর বৈশ্বিক বিশিষ্টজনের পাঠানো চিঠিকে দুঃখজনক বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈশ্বিক বিশিষ্টজনদের এ খোলা চিঠির প্রতিবাদে তৈরি করা এক বিবৃতিতে স্বাক্ষর করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের নির্দেশনা ছিল বলে সোমবার (০৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানিয়ে বক্তব্য দেন আইন কর্মকর্তা এমরান আহম্মদ ভূঁইয়া।

সেখানে তিনি বলেন, ‘অধ্যাপক ড. ইউনূসের পক্ষে ১৬০ জনের বেশি নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই বিবৃতি দিয়েছেন যে—ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। নোটিশ দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না।’

কারণ জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ইসরায়েলের যে আইন সংস্কার হচ্ছে; বিচার সম্পর্কিত, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বিবৃতিতে স্বাক্ষর না করার চিন্তাটাও সে রকমই।’
এমরান আহম্মদ ভূঁইয়া আরো বলেন, ‘যে বিবৃতি দিয়েছেন ১৬০ জন নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, আমি ওনাদের বিবৃতির সঙ্গে একমত। আমি মনে করি, অধ্যাপক ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি।’

আইন কর্মকর্তার এমন বক্তব্য বিষয়ে এ এম আমিন উদ্দিন বলেন, ‘আমি উনাকে সই করতে বলিনি। আমি কোনো দিন কোনো একজন কর্মকর্তা বা কাউকে বলি নাই যে, আপনি এটাতে স্বাক্ষর করেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমার অফিস থেকে এ ধরনের কোনো স্টেটমেন্ট প্রস্তুত করা হয়নি।’

বৈশ্বিক বিশিষ্টজনের বিবৃতি নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘ড. ইউনূসের পক্ষে ১৬০ জনের বিবৃতির প্রথম দিনেই অ্যাটর্নি জেনারেল হিসেবে বলে দিয়েছি, উনারা যে স্টেটমেন্ট দিয়েছেন তা সঠিক হয়নি। কারণ তারা জানতেন না, সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের (ড. ইউনূসের) আবেদন দুইবার প্রত্যাখ্যান হয়েছে। সর্বোচ্চ বিচারিক আদালত যখন বলে এটা হবে তখন প্রশাসনিকভাবে কেউ প্রত্যাহার করতে পারে না। আমি নিশ্চিত করে বলতে পারি, যারা ড. ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছেন তারা এটা জানেন না।’

এ এম আমিন উদ্দিন বলেন, ‘অ্যাটর্নি জেনারেল এ বক্তব্য দেওয়ার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা সহকারী অ্যাটর্নি জেনারেলদের কি আর (কোনো বিবৃতিতে) স্বাক্ষর করার প্রয়োজন আছে? আমি নিজেই তো এই অফিস (অ্যাটর্নি জেনারেলের কার্যালয়) থেকে বলে দিয়েছি। আমি বলা মানেই তো অ্যাটর্নি জেনারেল বলা। তার পরও বলছি, কাউকে স্বাক্ষর করতে বলিনি। দ্বিতীয় কথা হলো, তার (ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া) যেহেতু মনে হয়েছে আমি সাবইকে স্বাক্ষর করতে বলেছি, তাহলে তিনি আমার কাছে জানতে চাইতে পারতেন। তিনি সেটা করেননি। তিনি আমার কাছ থেকে না জেনে কিভাবে জানলেন আমি স্বাক্ষর করতে বলেছি?’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া