adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মন্ত্রীরে কে বুঝাবে মদ খাইতে পর্যটকেরা কোনো দেশে ভ্রমণ করে না’

ডেস্ক রিপাের্ট : বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মদের (হার্ড ড্রিংকস) ওপর কর কমানোর প্রস্তাব করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। তার এই কথায় ক্ষোভ প্রকাশ করে লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘এই মন্ত্রীরে কে বুঝাইবে মদ খাইতে পর্যটকেরা কোন দেশে ভ্রমন করে না’

তিনি তার ফেসবুকে আরো লিখেছেন, সেইটা করলে মদ যেখানে উৎপাদিত হয় সেখানেই যাইতো। পর্যটকেরা দরকার হইলে এয়ারপোর্টে ডিউটি ফ্রি শপ থেকে ব্যাগ ভর্তি করে মদ কিনে দেশে ঢুকবে।নাকি তিনি নিজের পাত না দেখাইয়া বলতে চাইছেন, উনার পাতে ঝোল দাও।

প্রসঙ্গত, গতকাল সোমবার জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মদের (হার্ড ড্রিংকস) ওপর কর কমানোর প্রস্তাব করেছেন।

মোশাররফ হোসেন বলেন, তারকা হোটেলে হার্ড ড্রিংকসের ওপর যে করারোপ করা হয়েছে, তা অত্যধিক। যে হারে ট্যাক্স নেওয়া হয় এবং যে হারে বিক্রি করা হয়, তাতে বিদেশিরা যাঁরা আসেন, তাঁরা খুশি থাকেন না, তাঁরা এটা অপছন্দ করেন।

মোশাররফ বলেন, দেশে এখন অনুমোদিত বারের সংখ্যা ৯৬টি। কিন্তু গুলশান–বনানীতে রেস্তোরাঁগুলোতে যেকোনো ব্র্যান্ডের পানীয় পাওয়া যায়। কিন্তু তারা কর দেয় না। তিনি এ সময় যেসব অবৈধ বার আছে, নির্দিষ্ট ফি নিয়ে এসব বার অনুমোদন দেওয়ার আহ্বান জানান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া