adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ রাতে রিয়ালকে পেছনে ফেলার ম্যাচ খেলবে মেসির বার্সা

MESIস্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো জিতে রিয়ালকে পেছনে ফেলে দেয় বার্সা। গোল ব্যবধানে নাম লেখায় লা লিগার শীর্ষ স্থানে। অবশ্য দু’দলের ই পয়েন্ট সমান ৭৫।
বার্সা এক ম্যাচ বেশি খেলেছে। আজ তাদের সামনে শীর্ষস্থান মজবুতের ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১১.৩০টায় ওসাসুনার প্রতিপক্ষ বার্সেলোনা। সরাসরি দেখাবে টেন-২।
ওসাসুনার বিপক্ষে সবশেষ পাঁচ দেখায় চার জয় বার্সার। এক ম্যাচ ড্র হয়। আর গেল পাঁচ ম্যাচের পরিসংখ্যানে দেখা যায়, দুই জয়, দুই হার আর এক ড্র রয়েছে বার্সার খাতায়। ওসাসুনা জিতেছে দুই ম্যাচ, হেরেছে তিনটিতে বাকি এক ম্যাচ ড্র।
নিষেধাজ্ঞার কারণে আজও খেলতে পারবেন না নেইমার। সেক্ষেত্রে মেসি-সুয়ারেজের সঙ্গে আক্রমণে সঙ্গী হতে পারেন পাকো আলকাসার কিংবা আর্দা তুরান।
বার্সেলোনা একাদশ (সম্ভাব্য): আন্দ্রে টের স্টেগেন, সার্জিও রবার্তো, জেরার্ড পিকে, স্যামুয়েল উমিতি, জর্ডি আলবা, আন্দ্রেস ইনিয়েস্তা, গোমেজ, ইভান রাকিটিস, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং পাকো আলকাসার। -ইয়াহু স্পোর্টস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া