adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার ওয়ানডে ও টেস্টে নতুন অধিনায়ক

Sri Lanka's Upul Tharanga (C), Angelo Mathews (R) and Dinesh Chandimal (L) attend a press conference in Colombo on November 29, 2016, upon the team's home return after beating Zimbabwe and the West Indies in a triangular ODI. Sri Lanka capped a productive month of cricket in Zimbabwe by lifting the triangular series trophy on November 27, 2016, beating the hosts by six wickets in the final. / AFP / Ishara S. KODIKARA        (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

Sri Lanka capped a productive month of cricket in Zimbabwe by lifting the triangular series trophy on November 27, 2016, beating the hosts by six wickets in the final. / AFP / Ishara S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর তিন ফরম্যাটেই অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। এরপর টেস্ট ফরম্যাটে দিনেশ চান্দিমালকে এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে উপুল থারাঙ্গাকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

এর আগে অ্যাঞ্জেলো ম্যাথুজের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন দিনেশ চান্দিমাল। তাছাড়া তিনি শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলকেও নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি সময়ে অ্যাঞ্জেলো ম্যাথুজ ইনজুরিতে থাকার কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিয়েছেন উপুল থারাঙ্গা।

টেস্টে ১৫তম অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিবেন দিনেশ চান্দিমাল। আগামী ১৪ জুলাই শুরু হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট। এই ম্যাচটির মাধ্যমে অধিনায়ক হিসেবে টেস্টে অভিষেক হবে চান্দিমালের।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে শ্রীলঙ্কা স্কোয়াড:

দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, নিরোশান ডিকওয়েলা, দিমুথ করুণারতেœ, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, আসেলা গুনারতেœ, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান, বিশ্ব ফার্নান্দো, সুরঙ্গা লাকমল, দুশমান্থ চামিরা, লাহিরু কুমারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া