adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রিসভার সদস্যদের দফতর বণ্টন

image_63720_0ঢাকা: দশম জাতীয় সংসদের নতুন ৪৯ সদস্যের মন্ত্রিসভার  মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দফতর বণ্টন করা হয়েছে।  এ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত, এইচ টি ইমামকে রাজনৈতিক উপদেষ্টা, গওহর রিজভীকে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, মশিউর রহমানকে অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ও তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা করা হয়েছে।

রোবাবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ-সচিবের স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

কে  কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগ।

মন্ত্রীদের মধ্যে আবুল মাল আব্দুল মুহিত অর্থ মন্ত্রণালয়, আমির হোসেন আমু শিল্প, তোফায়েল আহমেদ বাণিজ্য, মতিয়া চৌধুরী কৃষি, আবদুল লতিফ সিদ্দিকী ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; খন্দকার মোশাররফ হোসেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান; রাশেদ খান মেনন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন; অধ্যক্ষ মতিউর রহমান ধর্ম;  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গৃহায়ণ ও গণপূর্ত; আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ, সাইয়েদুল হক মৎস্য ও প্রাণিসম্পদ, এমাজুদ্দিন প্রামাণিক বস্ত্র ও পাট, ওবায়দুল কাদের যোগাযোগ, হাসানুল হক ইনু তথ্য, আনিসুল ইসলাম মাহমুদ পানিসম্পদ, আনোয়ার হোসেন মঞ্জু পরিবেশ ও বন; নুরুল ইসলাম নাহিদ শিক্ষা, শাজাহান খান নৌপরিবহণ, অ্যাডভোকেট আনিসুল হক আইন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ত্রাণ ও দুর্যোগ, মুজিবুল হক রেলওয়ে, আ হ ম মোস্তফা কামাল পরিকল্পনা, মোস্তাফিজুর রহমান ফিজার প্রাথমিক ও গণশিক্ষা, আসাদুজ্জামান নূর সংস্কৃতি, সৈয়দ মহসিন আলী সমাজকল্যাণ, শামসুর রহমান শরীফ ভূমি এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম খাদ্য মন্ত্রণায়।  

প্রতিমন্ত্রীরা হলেন: মুজিবুল হক চুন্ন (শ্রম ও কর্মসংস্থান), স্থপতি ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি), এম এ মান্নান (অর্থ), মির্জা আজম (বস্ত্র ও পাট), প্রমোদ মানকিন (সমাজকল্যাণ), বীর বাহাদুর উশৈসিং তঞ্চঙ্গা (পার্বত্য চট্টগ্রামবিষয়ক), নারায়ণ চন্দ্র চন্দ (মৎস্য ও প্রাণিসম্পদ), বীরেন শিকদার (যুব ও ক্রীড়া), আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র), সাইফুজ্জামান চৌধুরী (ভূমি), ইসমাত আরা চৌধুরী সাদেক (প্রাথমিক ও গণশিক্ষা), মেহের আফরোজ চুমকি (নারী ও শিশু), মশিউর রহমান রাঙ্গা (পল্লী উন্নয়ন ও সমবায়), শাহরিয়ার আলম (পররাষ্ট্র), জাহিদ মালেক (স্বাস্থ), নসরুল হামিদ বিপু (বিদ্যুাৎ) এবং জুনাইদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি)।

নতুন মন্ত্রিসভার দুই উপমন্ত্রী হলেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (পানিসম্পদ) ও আরিফ খান জয় (যুব ও ক্রীড়া)।

যেসব মন্ত্রণালয় ও বিভাগ কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর অধীনে ন্যস্ত করা হয়নি, সেগুলো পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রুলস অব বিজনেস ১৯৯৬-এর রুল-৩ অনুযায়ী সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া