adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সেনা কমান্ডো অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, বিমান ছিনতাই চেষ্টাকারী নিহত

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার প্রায় তিন ঘণ্টা পর সেনা কমান্ডোদের অভিযানে একজনকে আটক করার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে আইএসপিআর।

আহত অবস্থায় আটক ওই ছিনতাই চেষ্টাকারী নিহত হয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান।

আজ রোববার বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ মডেলের ময়ূরপঙ্খী উড়োজাহাজটি ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। এই ঘটনায় সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা গেছে বলে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মিরাজ।

ঘটনার পরপরই বিমানটিকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপরে সফল অভিযানের মাধ্যমে আটক করা হয় যাত্রীবেশে ছিনতাইয়ের চেষ্টায় বিমানে থাকা ওই ব্যক্তিকে। তাৎক্ষনিকভাবে তার পরিচয় ও কেনো সে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেছিল, তা জানা যায়নি।

বিকেল সাড়ে চারটার দিকে উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে। সেখান থেকে উড়োজাহাজটির দুবাই যাওয়ার কথা ছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দরে অবস্থান করে সেখানকার নিরাপত্তা জোরদার করেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া