adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মপাতার জল নিয়ে ব্যস্ত চিরকুট

143178020509বিনোদন ডেস্ক : ‘জালালের গল্প’ সিনেমা'র সফলতার পর এবার ‘পদ্মপাতার জল’ নামের আরোএকটি সিনেমার জন্য আবহসংগীতের কাজ করছেন হালের জনপ্রিয় ব্যান্ড চিরকুট।
 
পরিচালক তন্ময় তানসেন’র পরিচালনায় ‘পদ্মপাতার জল’ সিনেমায় আবহসংগীতের পাশাপাশি মুজরা ধাঁচের একটি গানও গেয়েছে চিরকুট। গানটি শ্রোতা মহলে সাড়া জাগাবে বলে আশাবাদী চিরকুট্। এ ছাড়া  ‘আয়নাকাহিনি’ ও ‘আইসক্রিম’ ছবিতেও গান করেছেন চিরকুট।

আবহসংগীতের কাজ প্রসঙ্গে  চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য সুমীর বলেন, ‘কোনো ধরনের লুপ ব্যবহার না করে অরিজিন্যাল সাউন্ডট্র্যাকটা আমরা বাজাব। পুরোপুরি অ্যাকুস্টিক। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরাও আমাদের কাছ থেকে লাইভের ফিলটা চেয়েছেন। আমাদের প্রস্তুতিও সেভাবে চলছে।’

আবহসংগীতের কাজটা কেমন জানতে চাইলে সুমী বলেন, ‘কাজটা করতে কষ্টও অনেক। একই সঙ্গে সন্তুষ্টির জায়গাটাও অনেক বেশি। আমরা প্রথম ‘‘জালালের গল্প’’ ছবির আবগসংগীতের কাজ করি। ছবিটি অবশ্য পুরোপুরি বাণিজ্যিক ছিল না। তবে দেশের বাইরের বিভিন্ন উতসবে ছবিটি দারুণ প্রশংসিত হয়েছে। এবারের ছবি ‘পদ্মপাতার জল’ পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের।’
 
সুমী এও বলেন, ‘আমরা কিন্তু প্রতিনিয়ত নিজেদের ভাঙার চেষ্টা করি। ছবির কাজ, অনেক বড় ক্যানভাস। তাই চ্যালেঞ্জ ও পরিশ্রমটা অনেক বেশি। এই ধরনের কাজে আমরাই আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী। একটা দৃশ্যকে মিউজিকের মাধ্যমে ফুটিয়ে তোলা কিন্তু সত্যিই অনেক বড় চ্যালেঞ্জ। এই ব্যাপারটি যাতে যথাযথভাবে হয়, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। চিরকুটের সব সদস্য ঝাঁপিয়ে পড়েছি বলতে পারেন। মূলত, বেশির ভাগ কাজই করতে হবে ইমন আর পাভেলকে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া