adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নকল মাস্ক সরবরাহ করায় সাবেক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে বিএসএমএমইউর মামলা

ডেস্ক রিপাের্ট : শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে মামলা করেন। মামলায় ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে আসামি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর শারমিন ২০০২ সালে ছাত্রলীগের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হন।

আওয়ামী লীগের গত কমিটিতে তিনি মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতে কোনো পদ না পেলেও দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ বলেন, যাদের কোভিড-১৯ চিকিৎসায় নিয়োগ দিয়েছি, তাদের জন্য মাস্ক অর্ডার দেওয়া হয়েছিলো। মাস্কের সমস্যা ধরা পড়ে চিকিৎসকদের কাছে। বিষয়টি আমরা লিখিতভাবে জানতে চেয়েছিলাম অপরাজিতা ইন্টারন্যাশনালের কাছে। জবাব পাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

একাধিক চিকিৎসক জানান, চিকিৎসকদের জন্য মাস্ক, পিপিই ও অন্যান্য সুরক্ষা সামগ্রী কেনার জন্য পরিচালক অফিসের লোকজন আছে। তারা মান যাচাই করতে ব্যর্থ হয়েছেন। এটা একটা অব্যবস্থাপনা। এই দায় হাসপাতাল প্রশাসন এড়াতে পারে না।

কোভিড ইউনিটে ভর্তি রোগীদের জন্য একেকটি গ্রুপে ৪৫ জন আবাসিক চিকিৎসক থাকেন। প্রত্যেক চিকিৎসককে ৫টি করে মাস্ক দেওয়া হয়। এগুলো দেখে চিকিৎসকরা নকল বলে চিহ্নিত করে। পরে আবারও তাদের মাস্ক দেওয়া হলে সেগুলোরও একই অবস্থা ধরা পড়ে। এরপর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে। – আমাদেরসময় ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া