adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মারা গেছেন ‘রক অ্যান্ড রোলের জনক’ খ্যাত চাক বেরি

1489894643বিনােদন ডেস্ক : মারা গেছেন 'রক অ্যান্ড রোলের জনক' হিসেবে পরিচিত চাক বেরি। ৯০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মিশরি অঙ্গরাজ্যে নিজ বাস ভবনের বাহিরে থাকা অবস্থায় মারা গেছেন তিনি।
 
অঙ্গরাজ্যের পুলিশ বিভাগ থেকে জানানো হয়, স্থানীয় সময় শনিবার দুপুর ১২টার সময় জরুরি বিভাগ থেকে বার্তা পেয়ে চাক বেরির বাসায় আসে পুলিশ। কিন্তু সেখানে এসে তার বাড়ির দরজায় বেশ কয়েকবার কলিং বেল বাজিয়েও সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে আসে পুলিশ। এ সময় বাড়ির প্রাঙ্গণে মেলে চাক বেরির দেহ।
 
চার্লস অ্যাডওয়ার্ড এন্ডারসন বেরি বা চাক বেরির জন্ম ১৯২৬ সালের ১৮ অক্টোবর। তার উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে- আফটার স্কুল সেশান, ওয়ান ডাজন বেরিস, রকিস এট দ্য হোপস, সেন্ট লুইস টু লিভারপুল প্রমুখ। ৫০ দশকের শেষ ভাগ থেকে ৬০ দশকের সবচাইতে জনপ্রিয় শিল্পীদের একজন চাক বেরি। সিএনএন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া