adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জুনিয়র টাইগারদের বিশ্ব জয়ের পরদিন পাকিস্তানের কাছে ইনিংস পরাজয় মুমিনুলদের

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র ক্রিকেটারদের বিশ্ব জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই ১৪ ঘণ্টার ব্যবধানে হতাশার বার্তা দিলেন সিনিয়র ক্রিকেটাররা। তারা রাওয়ালপিন্ডির মাঠে পাকিস্তানের কাছে প্রথম টেস্টে ইনিংস ও ৪৪ রানে হেরে গেছে। মুমিনুল-তামিমদের এই হারে মোটেও শঙ্কিত নয় ক্রিকেট প্রেমীরা। বিশ্ব ক্রিকেটে চার চার বার চ্যাম্পিয়ন হওয়া ভারত যে সাম্রাজ্য গড়েছিলো, তা তছনছ করে প্রথমবার বিশ্ব জয় করা টাইগার যুবাদের নিয়েই উল্লাসে ব্যস্ত ক্রিকেট প্রেমীরা।

জানুয়ারিতে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ হারের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশের। শত চেষ্টা করে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ দল। টেস্ট ক্রিকেটে পাকিস্তান এমন কোনো শক্ত বাধা নয় যে তাদের কাছে অসহায় আত্মসমার্পণ করতে হবে বাংলাদেশকে। টেস্ট র‌্যাংক্ংিয়ে পাকিস্তান ৭ ও বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। এই অবস্থানে থেকে কোনো প্রকার প্রতিরোধ ছাড়াই পাঁচ দিনের ম্যাচ ৩দিন দেড় ঘণ্টায় পাকিস্তানের কাছে ইনিংস পরাজয় মেনে নেয় টাইগাররা।

গত রোববার তৃতীয় দিন শেষ বিকালে নাসিম শাহর হ্যাটট্রিকে বাংলাদেশের পরাজয় ছিল সময়ের ব্যাপার। গতকাল দিনের শুরুতেই অধিনায়ক মমিনুলের আউটের মধ্য দিয়ে শুরু হয় টাইগার ব্যাটসম্যানদের প্যাভিলিয়নের পথে হাটা।

তারপর রুবেলকে নিয়ে ২৬ ও আবু জায়েদ রাহীকে নিয়ে ৯ রান যোগ করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। ২৯ রানে লিটনের বিদায়ের সাথেই সাথেই পরাজয় নিশ্চিত হয় সফরকারীদের। শেষ পর্যন্ত অল আউট হয় ১৬৮ রানে। পাকিস্তান জয়ী হয় ইনিংস ও ৪৪ রানে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া