adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পর্তুগাল-ফ্রান্সের বড় জয়

স্পাের্টস ডেস্ক : ২০২০ ইউরো যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় ম্যাচে জয় পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। প্রথম দু’টি ম্যাচ অমীমাংসিত-ভাবে শেষ করার পর শনিবার বেলগ্রেডে সার্বিয়াকে ৪-২ গোলে হারাল গতবারের চ্যাম্পিয়নরা। একইসঙ্গে গ্রুপ-‘বি’তে দ্বিতীয়স্থানে নিজেদের অবস্থান উন্নত করল তারা। গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

গত মার্চে ঘরের মাঠে এই সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আটকে গিয়েছিল পর্তুগাল। শনিবার যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে জালে বল জড়ালেন উইলিয়াম কার্ভালহো, গন্সালো গুয়েদেস, ক্রিশ্চিয়ানো রোনালদো ও বার্নার্দো সিলভা। প্রথমার্ধে এদিন আধিপত্য নিয়ে খেললেও গোলের মুখ খুলতে প্রায় ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পর্তুগালকে। বিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে বক্সের মধ্যে সুযোগ-সন্ধানী গোল করে যান কার্ভালহো।

৫৮ মিনিটে বক্সের সামান্য বাইরে বল পেয়ে একক দক্ষতায় সার্বিয়া রক্ষণকে বোকা বানান গুয়েদেস। এরপর বাঁ-পায়ের নিখুঁত প্লেসিংয়ে ব্যবধান ২-০ করেন তিনি। ৬৮ মিনিটে কর্নার থেকে সার্বিয়ার হয়ে ব্যবধান কমান মিলেনকোভিচ। কিন্তু ৮০ মিনিটে বার্নার্দো সিলভার থ্রু বল ধরে দলের হয়ে তৃতীয় গোলটি করেন দলনায়ক রোনাল্ডো। একইসঙ্গে কার্যত নিশ্চিত হয়ে যায় পর্তুগালের জয়। যদিও ৮৪ মিনিটে ফের একবার ব্যবধান কমিয়ে আনে সার্বিয়া। কিন্তু ছাড়বার পাত্র নয় পর্তুগালও। ৮৫ মিনিটে মৌতিনহোর পাস থেকে সার্বিয়ার কফিনে চতুর্থ পেরেকটি পুঁতে দেন সিলভা।

অন্যদিকে, আলবেনিয়াকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ-‘এইচে’ শীর্ষস্থানে উঠে এল ফ্রান্স। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তুরস্ক, আইসল্যান্ডের একই মেরুতে থাকলেও গোলপার্থক্যে শীর্ষস্থানে বিশ্বচ্যাম্পিয়নরা। ফ্রান্স স্কোয়াডে এদিন ছিলেন না তাদের বিশ্বজয়ের দুই নায়ক কিলিয়ান এমবাপে ও পল পোগবা। যদিও তাতে মসৃণ জয় আটকায়নি তাদের। ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন কিংসলে কোমান, অলিভিয়ের জিরু ও অভিষেককারী জোনাথন ইকোনে। ৯০ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আলবেনিয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া