adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এখন পর্যন্ত মিনায় বাংলাদেশি হাজির নিহতের সংখ্যা ৫১

soudi_85748নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক বাংলাদেশি হাজি। এছাড়া ৬৩ বাংলাদেশি হাজিকে মক্কা ও জেদ্দার বিভিন্ন হাসপাতালে চিকিতসা দেওয়া হচ্ছে।

রোববার রাতে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহত কিছু হাজির মরদেহ চিহ্নিত করে তাদের আত্মীয়স্বজনের মাধ্যমে মক্কাতেই দাফন করা হচ্ছে। কনস্যুলেট ও মক্কায় বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে কাজ করছেন। 

নিখোঁজ হাজিদের স্বজনদের মক্কায় বাংলাদেশ হজ মিশনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সে সঙ্গে মৃতদেহ শনাক্ত করতে সহায়তার জন্য ১০৭ নম্বর কে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন করা যাবে ০০৯৬৬-(০)১২৫৪১৩৯৮০ এই নম্বরে। 
গত ২৪ সেপ্টেম্বর মিনায় পদদলিত হয়ে নিহত এক হাজার ১০০ হাজির ছবি প্রকাশ করে সৌদি আরব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া