adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তবুও রাখতে হবে তাকে

10ডেস্ক রিপোর্ট : খেলার মাঠে যত না দাপিয়ে বেড়িয়েছেন তিনি, তার চেয়ে বেশি কূটকৌশলে এখন রাজনীতির মাঠ দখলে। আইন-কানুনের কোনো তোয়াক্কা তিনি করেন না। চলেন খেয়ালখুশিমতো। করছেন যাচ্ছেতাই। ঢাকায় আজ ভাঙচুর করছেন সচিবের কক্ষ, তো কাল মারধর করছেন নিজ এলাকার চেয়ারম্যানকে। হুমকি-ধমকি তো নিত্যদিনের ঘটনা হয়েই দাঁড়িয়েছে। খেলার মাঠে অস্ত্র নিয়ে প্রবেশ করে আলোচনায় আসা এই সাবেক ফুটবলার দলবল নিয়ে এখন প্রকাশ্যে মহড়া দেন। তার সঙ্গীসাথী হলেন তার পাঁচ ভাই এবং এক মামা। সাবেক এই ফুটবলারটি আর কেউ নন, তিনি হলেন বহুল আলোচিত আরিফ খান জয়। রাজনীতিতে নাম লিখিয়েই হন শাসক দলের এমপি। বনে যান যুব ও ক্রীড়া উপমন্ত্রী। আর উপমন্ত্রী হওয়ার পরই দলকে পারিবারিক দলে পরিণত করেছেন। দিনে দিনে তিনি হয়ে উঠেছেন মূর্তিমান আতঙ্ক। যিনি ইতিমধ্যে ডনমন্ত্রী হিসেবেই ব্যাপক পরিচিতি লাভ করেছেন। এই ডনমন্ত্রীর কাছে নিজ জেলা নেত্রকোনার মানুষ এখন জিম্মি। তার নানা কূটকৌশলের কাছে পেরে উঠছেন না আপাদমস্তক রাজনীতিকরা। স্থানীয়রা বলছেন, নেত্রকোনায় চলছে এখন মামা-ভাগ্নের শাসন। তাদের ইশারায় এখন সব হয় সেখানে। উপমন্ত্রী জয় এবং তার পাঁচ ভাই ও এক  মামার ক্ষমতার দাপটে নেত্রকোনা জেলার মানুষ এখন অস্থির। জেলার সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলবাজি, নিয়োগ ও বদলি বাণিজ্য, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের হোতাই এখন তারা। স্থানীয়রা বলছেন, দিনে দিনে এরা বেপরোয়া হয়ে উঠেছেন। জয়ের একেক ভাই দখল করে নিয়েছেন একেক সেবামূলক সরকারি প্রতিষ্ঠান। ঠিকাদারি কাজের জন্য গণপূর্ত বিভাগের মালিক হয়ে উঠেছেন এক ভাই, কেউ পল্লী বিদ্যুতের মালিক আর কেউ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মালিক। আবার কেউ জেলার মাদকসাম্রজ্যের সম্রাট। অলিখিত এই মালিকদের দাপটে জেলার ক্ষমতাসীন দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। জেলার যেখানেই কোনো অনুষ্ঠান হোক না কেন, অতিথি থাকতে হবে উপমন্ত্রী এবং তার ভাইদের। জানা গেছে, নানা গুরুতর অপরাধে জড়িয়ে পড়া এই উপমন্ত্রী এবং তার আতœীয়স্বজনের নামের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। তাদের নজিরবিহীন ক্ষমতার দাপট আগেকার সব রেকর্ড ভঙ্গ করেছে। জেলার ক্ষমতাসীন দলের এমপিরাও তাদের কাছে অসহায়! সংশ্লিষ্টরা বলছেন, উপমন্ত্রী জয় ও তার পরিবারের স্বেচ্ছাচারিতায় নেত্রকোনার সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, তেমনি সরকার ও দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে চরমভাবে। এতে সরকারের নীতিনির্ধারক মহল ক্ষুব্ধ। তবুও কেন তাকে রাখতে হবে- এমন প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের মুক্তিযুদ্ধবিরোধী শান্তি কমিটির সভাপতি সাত্তার মিয়ার ছেলে এই আরিফ খান জয়। মুক্তিযুদ্ধের সময় সাত্তার মিয়া মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার আবু সিদ্দিক আহমদের বাড়িতে অগ্নিসংযোগসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। পরবর্তী সময়ে স্ত্রী-সন্তানরা শহরে এসে অবস্থান করায় ছয় ছেলের মধ্যে চারজনই ফুটবল খেলার সঙ্গে জড়িয়ে যান। নিউ টাউন পুকুরপাড়ে তাদের বসবাস। শহরে থাকার সুবাদে জয়ের মেজ ভাই নুর খান মিঠু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক। আর এ সুবাদেই ছোট ভাই ফুটবলার জয়ের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পাওয়ার জন্য মাঠে নামেন। খুব চেষ্টা-তদবির করেও তখন মনোনয়ন না পেয়ে টেন্ডারবাজি করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন। ২০১৪ সালে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন মিঠুর ভাই জয়। একদলীয় নির্বাচনেও জয় পেরে উঠতে পারছিলেন না স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) নুর খানের সঙ্গে। সন্ত্রাসের পথ নিয়ে কেন্দ্র দখল করে সে যাত্রায় রক্ষা পান জয়। ফুটবলার জয় হয়ে ওঠেন সরকারি দলের সংসদ সদস্য। এরপর সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী। এরপরই তিনি পরিণত হন সন্ত্রাসের মহীরুহে। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় তার মন্ত্রণালয়ের এক যুগ্ম-সচিবের কক্ষে ভাঙচুর ও আরেক সিনিয়র সহকারী সচিবের কক্ষে তালা দেওয়ার ঘটনা থেকে শুরু করে বিদেশে আদম পাচারের ঘটনায় জড়িয়ে পড়েন। তার নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ বিরাজ করে। মন্ত্রণালয়ের ক্ষুব্ধ কর্মকর্তারা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে একাধিক বৈঠক করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 

যুগ্ম-সচিবের কক্ষে ভাঙচুরের ঘটনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সিনিয়র সচিবদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে নালিশও করেছেন উপমন্ত্রী জয়ের বিরুদ্ধে। এ ছাড়া মন্ত্রিসভার একাধিক সিনিয়র সদস্যও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, এমন ঘটনা অনাকাক্সিক্ষত, অপ্রত্যাশিত। এ ঘটনার মধ্য দিয়ে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। এর আগেও তিনি এমন অস্বাভাবিক আচরণ করেছেন। কর্মকর্তারা বলেন, উপমন্ত্রীর অত্যাচার বন্ধ না হলে মন্ত্রণালয়ের সব কর্মকাণ্ডই বৃথা যাবে। কারণ, উপমন্ত্রীর অকথ্য আচরণের জন্য নিজেদের মানসম্মানের ভয়ে এবং জীবন রক্ষার জন্য মন্ত্রণালয়ের একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মন্ত্রণালয় ছেড়ে অন্যত্র বদলি হয়ে যাওয়ার মতো নজিরবিহীন ঘটনাও ঘটেছে।

ভাগ্নে তার উপমন্ত্রী : নেত্রকোনায় মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির বলিষ্ঠ নেতা ছিলেন গোলাম আলী খান পাঠান। তার ছেলে গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল। স্বাধীন বাংলাদেশে হত্যা মামলায় ২০ বছরের সাজা খেটেছেন বিমল। বর্তমানে তিনি নেত্রকোনার পাবলিক প্রসিকিউটর (পিপি)। একই সঙ্গে তিনি নারী নির্যাতন ট্রাইব্যুনালেরও পিপি। উপমন্ত্রী আরিফ খান জয়ের মামা হলেন এই পিপি বিমল। ভাগ্নে উপমন্ত্রী হওয়ার কারণে আইন ভঙ্গ করে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বিমলকে পিপি নিয়োগ দেওয়া হয়; যা নজিরবিহীন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, হত্যা মামলার এই সাজাপ্রাপ্ত বিমলকে পিপি থেকে অপসারণের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রেবেকা মোমিন এমপিসহ নেত্রকোনার তিন এমপি সুপারিশ করেছেন। কিন্তু উপমন্ত্রীর ক্ষমতার দাপটে সে আবেদন ফাইলচাপা পড়ে আছে। আইন মন্ত্রণালয়ে গত বছর ৮ সেপ্টেম্বর করা এ আবেদনে সুপারিশ করা তিন এমপি হলেন ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক), ছবি বিশ্বাস, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।

জানা গেছে, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রথমে ছাত্রলীগের সাবেক সভাপতি লতিফুর রহমান রতনকে। উপমন্ত্রীর প্রভাবে তার মামা বিমল তার বাহিনী নিয়ে রতনকে অপহরণ করেন। রতনের কাছ থেকে বিমল পদত্যাগপত্র লিখিয়ে নেন। এই বিমল এখন উপমন্ত্রী জয়ের দক্ষিণ হস্ত। জেলার মামলা-মোকাদ্দমা, তদবির থেকে শুরু করে সবকিছুরই নিয়ন্ত্রক বিমল। তার কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। স্থানীয়রা জানান, ভাগ্নে উপমন্ত্রী হওয়ায় মামার ক্ষমতার দাপটে মানুষ দিশাহারা। মামা-ভাগ্নের ইশারাতেই চলছে যেন নেত্রকোনা।

উপমন্ত্রীর পাঁচ ভাই : গত প্রায় দেড় বছরে মন্ত্রিত্ব কাজে লাগিয়ে জয়ের সবচেয়ে বড় ভাই শামীম খান টিটো ঢাকায় টেন্ডারবাজি শুরু করেন। মেজ ভাই নুর খান মিঠু নেত্রকোনার গডফাদার। চাঁদাবাজি শুরু হয় সর্বত্র। সার ডিলারদের কাছ থেকে নগদ ২০ লাখ করে টাকা আদায় করে প্রায় শতাধিক ডিলারের লাইসেন্স সচল রাখেন। কড়া নির্দেশ থাকায় এবং ডিলারশিপ সচল রাখতে সবাই তাদের টাকা দিতে বাধ্য হন। এতে করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গিয়ে ভাইদের নিয়ে বাহিনী গড়ে তোলেন। শুরু হয় প্রতিটি সেক্টর থেকে মোটা অঙ্কের টাকা ওঠানো। বিভিন্ন সংগঠনের পক্ষে উপমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার নামে শহরে চলে জোরেশোরে চাঁদাবাজি। ব্যবসায়ীরা পড়েন বিপাকে। তবে ভয়ে তারা কেউ মুখ খুলতে পারেন না। নিয়োগ থেকে শুরু করে পরিবহনসহ অটোরিকশা থেকেও বৈধ পন্থার চাঁদাবাজ চক্র গড়ে তোলেন। চাকরি দেওয়ার নাম করে নুর খান মিঠু তার ভাই সাইফ খান বিপ্লব, আরেক ভাই যুবলীগ নেতা মাসুদ খান জনি দফায় দফায় প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া শুরু করেন। এতে অনেকের চাকরি হয়, আবার অনেকের হয় না। কিন্তু যাদের হয় না তারা টাকা আর ফেরত পান না। তবু কেউ মুখ খুলতে পারেন না। আর এসব লেনদেন করান সাবেক পান ব্যবসায়ী গোপাল পণ্ডিতকে দিয়ে। স্থানীয়রা জানান, গণপূর্ত বিভাগের ঠিকাদার এবং ম্যানেজার বানিয়ে দেন মিঠুর বাসার কাজের লোক নাজিমকে। নাজিম দেখভাল করেন পুরো ঠিকাদারি। মিঠুর পছন্দসই লোকদের দেওয়া হয় কাজ।

ছয় ভাইয়ের মধ্যে শামীম খান টিটো আর ফুটবলার অমিত খান শুভ্র ঢাকায় অবস্থান করেন। নুর খান মিঠু, সাইফ খান বিপ্লব ও মাসুদ খান জনি নিয়ন্ত্রণ করেন নেত্রকোনা জেলা। এ তিন ভাইয়ের বিগ বস হিসেবে নুর খান মিঠু সব দায়িত্বে থাকলেও অন্য দুই ভাই বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ ভাগ করে নেন। সাইফ খান বিপ্লবকে জেলা ফুটবল ক্রীড়া সংস্থার সভাপতি করে দেওয়া হয়। মাসুদ খান জনিকে দেওয়া হয় নেশাগ্রস্ত মস্তানবাহিনী। এ বাহিনী নিয়ে দখল-লুটপাটের কাজ তারা অনায়াসেই করে যান। নিউ টাউন বড় পুকুর পাড় বীণাপাণি স্কুলের নামে দেওয়া ৪ শতাংশ জায়গা দখল করে আলিশান বাড়ি তৈরি করেন মিঠু। সাকুয়া বাজারে দখল করে নেন নিরীহ মানুষের জায়গা। সরেজমিনে গিয়ে জানা গেছে, নিউ টাউন বড় পুকুর পাড় দখল করে বাসা ও প্রত্যেকের ব্যক্তিগত চেম্বার তৈরি করেন সাইফ খান বিপ্লব। কেন্দুয়া-আঠারবাড়ী সড়কসহ বিভিন্ন ঠিকাদারি নিয়ে কাজ না করেই বিল উত্তোলন করেন মিঠু। গণপূর্ত বিভাগকে নিজের ইচ্ছামতো ব্যবহার করেন। হেলাল কাউন্সিলরের জুয়ার ব্যবসা থেকে ভাগ, সরকারি খাদ্য গুদামে চাল না দিয়ে প্রায় ২০০ টনের বিল তুলে নেন বিপ্লব। জেলাকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেন জনি। সব শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি উপমন্ত্রী জয় এমপিসহ তার ভাইয়েরা। শহরের আঞ্জুমান আদর্শ উচ্চবিদ্যালয় এবং সরকারি বালিকা বিদ্যালয়ে ছোট ছোট শিশুদের ভর্তি বাণিজ্য করেন প্রতি বছর। সূত্র জানায়, তাদের এ আধিপত্যের কারণে কোণঠাসা হয়ে পড়েন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মুখ বন্ধ করে রাখা ছাড়া তাদের আর কিছু করার যেন নেই। দলীয় কর্মকাণ্ডে মন্ত্রী পরিবার ছাড়া অন্যরা সেখানে ভিড়তেও পারেন না। সারা দেশে আওয়ামী লীগের সম্মেলনের ধারাবাহিকতায় নেত্রকোনায়ও কার্যক্রম শুরু হয়। কিন্তু এ জেলার সদর-বারহাট্টা আসনের এমপি হয়েও সব উপজেলায় প্রভাব বিস্তার করেন উপমন্ত্রী জয়। টাকা নিয়ে পছন্দসই লোকদের দিয়ে পকেট কমিটি গঠনের ফলে বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের সঙ্গে একের পর এক ‘ঘটনার’ সৃষ্টি করেন জয়সহ বড় ভাই মিঠু। বর্ষীয়ান নেতাদের অপমান-অপদস্থ করতে শুরু করেন উপমন্ত্রীর স্বজনরা। আর এগুলোর ফল হিসেবে গত ১৫ নভেম্বর নিজ ইউনিয়ন কালিয়ারা গাবরাগাতীতে চেয়ারম্যানকে দুই ভাই মিলে পিটিয়ে সম্মেলন পণ্ড করে দেন। তাদের পছন্দের প্রার্থী নিজের চাচাতো ভাইকে সম্পাদক না করায় কাউন্সিলর তালিকা নিয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে খারাপ আচরণ করেন জয়ের ভাই মিঠু। পরে সম্মেলন শুরুর আগেই চেয়ারম্যান ও সদ্য সাবেক সভাপতি আমজাদ হোসেনকে মারধর করেন মিঠু ও জয়। পরবর্তীতে এ ঘটনায় এলাকার ক্ষিপ্ত নেতারা জয়ের ওপর চেয়ার ছোড়াছুড়ি শুরু করলে মঞ্চ থেকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরুসহ নেতারা অপ্রীতিকর অবস্থা এড়াতে সম্মেলন স্থগিতের ঘোষণা দেন। এ ঘটনার পর নেত্রকোনা জেলা ও সদর আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক এবং উপমন্ত্রীকে ঢাকায় তলব করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন সম্মেলনে উপমন্ত্রী কর্তৃক চেয়ারম্যান নাজেহালের ঘটনায় সম্মেলন পণ্ড হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে জেলার শীর্ষ চার নেতা ও উপমন্ত্রীকে জরুরি তলব বলে জানা গেছে।

উপমন্ত্রী আরিফ খান জয়ের সঙ্গে যোগাযোগের জন্য তার মুঠোফোনের তিনটি নম্বরে কল করা হয়। কিন্তু দুই দিন ধরে চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। গত রাত সাড়ে ৮টায় একটি নম্বর থেকে ব্যস্ত বললেও কিছুক্ষণ পরই তা বন্ধ করে দেওয়া হয়। উপমন্ত্রী জয়ের সহকারী হিসেবে পরিচয়দানকারী আমির হোসেন জানান, তার সঙ্গেও দুই দিন ধরে উপমন্ত্রীর যোগাযোগ নেই। তিনি কোথায় আছেন তা-ও তিনি জানেন না বলে দাবি করেন।

এদিকে গতকাল সকালে শহীদ তাজউদ্দীন জিমনেসিয়ামে ইউনেক্স সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপমন্ত্রী জয়ের উপস্থিত থাকার কথা থাকলেও সেখানেও তিনি যাননি। উপমন্ত্রী জয়ের বড় ভাই শামীম খান টিটোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গত রাতে বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত টেন্ডারবাজির অভিযোগ সঠিক নয়। কেউ প্রতিহিংসাপরায়ণ হয়ে এ ধরনের প্রচারণা চালাতে পারে বলে তিনি অভিযোগ করেন। তার কোনো ভাই টেন্ডারবাজির সঙ্গে যুক্ত নন বলে তিনি দাবি করেন। তিনি এও বলেন, তার ছোট ভাই অমিত খান শুভ্র ফুটবল থেকে সম্প্রতি অবসর নিয়েছেন। টেন্ডারবাজি নিয়ে তার ভাষায়, ‘ও কি এখন মাতবরি টাতবরি করে কিনা, তা তো জানি না।’ উপমন্ত্রীর মামা গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল হত্যা মামলায় সাজা খাটার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি পিপি হিসেবে নিয়োগ পেয়েছি বৈধভাবেই। সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি পিপি হিসেবে নিয়োগ পেতেই পারেন। যদি তিনি সাজা খাটার পর বেরিয়ে আসেন এবং পাঁচ বছর সময় পেরিয়ে যায়।’ তিনি বলেন, রতন নামে এক ব্যক্তিকে অপহরণের যে ঘটনায় জড়ানো হয়েছে, তা সঠিক নয়। অন্যদিকে জয়ের অন্য চার ভাইয়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। বিডিপ্রতিদিন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া