adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিমা বিসর্জন করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

imagesডেস্ক রিপোর্ট : পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝারি এলাকায় প্রতিমা বিসর্জন করতে গিয়ে করতোয়া নদীতে ডুবে দক্ষনাথ (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধা ৬ টার দিকে ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।
নিহত দক্ষনাথ উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গীরহাট গ্রামের জয়প্রসাদের সন্তান। সে কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী মো. তানভীর যোবায়ের হোসেন জানান, প্রতিমা বিসর্জনের সময় দক্ষনাথসহ তার কয়েকজন সাথী নদীতে পড়ে যায়। এসময় অন্যরা নদীর পাড়ে উঠতে পারলেও দক্ষনাথ পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে রংপুর থেকে ডুবুরি আনা হয়।
এদিকে তার সতকারের জন্য উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন ১০ হাজার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ২ হাজার টাকা প্রদান করেছেন।
দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাতজ্জামান চৌধুরী জজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া