adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন প্রজন্মের অনেকেই স্বাধীনতায় বিশ্বাস করে না: আশরাফ

106056_asf_107784নিজস্ব প্রতিবেদক : নতুন প্রজন্মের অনেকেই স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দেশে নতুন করে নতুন নতুন যুদ্ধাপরাধী সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সৈয়দ আশরাফ বলেন, আমাদের দেশে নতুন করে নতুন নতুন যুদ্ধাপরাধী সৃষ্টি হচ্ছে। তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না। মহান মুক্তিযুদ্ধকে তারা গণ্ড গোলের মাস বলে অপপ্রচার চালায়। দুঃখজনক হলেও সত্য, এ অপপ্রচার এই প্রজন্মের অনেকের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে।

বুদ্ধিজীবী হত্যা প্রসঙ্গে তিনি বলেন, বুদ্ধিজীবীদের হত্যা সাংঘাতিক  পরিকল্পিত হত্যাকা-। এ দেশ যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে, এজন্য তারা বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করেছে। দুঃখের বিষয়, আজও এই ধারা অব্যাহত আছে।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনারাই একদিন এই দলের নেতৃত্ব দেবেন। দেশ পরিচালনা করবেন। বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব আপনাদের ঘাড়ে এসেই পড়েছে।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, বুদ্ধিজীবী আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া