adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুরুতর আহত করে ডিবির ৪ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

index 4_74009ডেস্ক রিপোর্ট : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুমিল্লার আশাবাড়ি সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ৪ সদস্যকে ফেরত দিয়েছে । এদের মধ্যে এএসআই মো. সবুজ ও কনস্টেবল সেলিম নামের দুই সদস্য গুরুতর আহত অবস্থায় ফেরত এসেছে। তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার রাত ১২টার পর ব্রা‏হ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত দেয়া হয়। কুমিল্লা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ডিবির চার সদস্যের মধ্যে দুইজন আহত অবস্থায় এবং অপর দুইজন সুস্থ অবস্থায় ফেরত এসেছে।
এর আগে বুধবার সন্ধ্যায় কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত থেকে বিএসএফ ৪ ডিবি পুলিশকে ধরে নিয়ে যায়।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, ডিবির এএসআই মো. আলমগীর, মো. সবুজ, কনস্টেবল সেলিম ও তাপসকে ধরে নিয়ে যায় বিএসএফ। তারা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে গিয়েছিলেন। ঘটনার পরপর বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়। আখাউড়া থানার ওসি মো. মফিজ উদ্দিন জানান, ফেরত দেওয়া দুই পুলিশের মাথায় আঘাত রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া