adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুবলীগের হামলায় ৫ পূজারী আহত

index_100731ডেস্ক রিপোর্ট : নীলফমারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় দুর্গাপূজা উদযাপনের জন্য সরকারি বরাদ্দকৃত চাল নিয়ে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। পূজা উদযাপন কমিটির সঙ্গে উপজেলা যুবলীগের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সংঘর্ষে আহতরা হলেন- নকুল চন্দ্র (৩০), মিলন চন্দ্র (২৭), শিপন চন্দ্র (২৭), সজু চন্দ্র (১৪) ও বাবুল কিশোর (৩৭)।

জানা যায়, কিশোরগঞ্জ উপজেলায় ১৪০টি মন্দিরে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মন্দিরে ৪শ’ ৮০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। সোমবার বিকালে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে পূজা উদযাপন কমিটি ও স্থানীয় যুবলীগের নেতাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ বাজার ও উপজেলা চত্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া