adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতিরঝিলে গুলিবিদ্ধ ছিনতাইকারীর মৃত্যু

shootনিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে আহত মো. ইউসুফ মাতুব্বরের (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিতসাধীন ইউসুফের মৃত্যু হয়।

জানা গেছে, নিহত ইউসুফ সাভারের কমলাপুর এলাকার রাজারবাগ হাউজিং এর মৃত আবদুল আলীর ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক ছিলেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর পশ্চিম আগারগাঁও থাকতেন ইউসুফ।
নগর পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি (তদন্ত) সেলিম মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে হাতিরঝিলের ছিদ্দিক মাস্টার ঢাল এলাকায় ইউসুফসহ ৪ ছিনতাইকারীকে প্রাইভেট কারে করে ছিনতাই করছিলেন। বিষয়টি টের পাওয়ার পর ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ছিনতাইকারীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ইউসুফ গুলিবিদ্ধ হন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করতে সক্ষম হয়।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া