adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধূমপান নিষিদ্ধ করায় অস্ট্রেলিয়ায় কারাগারে দাঙ্গা

Australiaআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্নে কারাগারে ধূমপান নিষিদ্ধ করায় কারাবন্দীদের মধ্যে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী পাঠানো হয়। মঙ্গলবার স্থানীয় সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিবিসি বলেছে, কারাগারে ধূমপান নিষিদ্ধ করায় মেট্রোপলিটান রিমান্ড সেন্টার নামক ওই কারাগারে শতাধিক লোক দাঙ্গায় অংশ নেয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ দাঙ্গা থামাতে জলকামান ব্যবহার করেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় কমিশনার জ্যান শুয়ার্ড বলেছেন, এ পর্যন্ত মেলবোর্নে এটি সবচেয়ে ভয়াবহ দাঙ্গা। তিনি বলেন, ধূমপান নিষিদ্ধ করার কারণেই এ দাঙ্গার ঘটনা ঘটেছে। বুধবার (আগামীকাল) থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। এ ধরনের দাঙ্গার ঘটনায় হতাশা প্রকাশ করেন তিনি।
সরকারি তথ্য মতে, ভিক্টোরিয়ান কারাবন্দীদের প্রায় ৮৪ শতাংশই ধূমপায়ী। যা সাধারণ সমাজের চেয়ে পাঁচ গুণ বেশি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কারাবন্দী ও কারারক্ষীদের স্বাস্থ্য রক্ষার জন্যই কারাগারে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া