adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উন্মুক্ত হোক সকল ভাষার চলচ্চিত্র প্রদর্শনের দুয়ার

image_65823_0ইস্তাম্বুল: ভারতীয় উপমহাদেশের ইতিহাস দেখলে আমরা দেখবো যে আমরা চির লড়াকু। অর্থাৎ শত্রুর সাথে লড়াই করতে না পারলে-প্রয়োজনে নিজেদের মধ্যে শত্রুতা তৈরী করে হলেও আমরা লড়াকু! এই লড়াকু মনোভাবকে কাজে লাগিয়েই আমাদেরকে দিয়েই সৈন্য বাহিনী বানিয়ে, তৎকালীন ভারতীয় উপমহাদেশে ২০০ বছর শাসন করে গেল ইংরেজরা। তাদের ভাষা-পোশাক ইত্যাদি আমাদের অভ্যস্ত করে পুরো ভারত এমন ভাবে ভাগ করলো যে, আজ অবধি সীমানা থেকে শুরু করে বিনোদন পর্যন্ত নিজেরা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার নিমিত্তে মিছেমিছি পুরোনো লড়াকু মনোভাব বজায় রেখেছি।
জ্বি! আমি বাংলাদেশে ভারতীয় সিনেমা আমদানির কথাই বলছি। হয় আমাদের দেশে সকল ভাষার চলচ্চিত্র প্রদর্শনের দ্বার খুলে দিতে হবে-নয় সর্ব ভাষার চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করতে হবে। শুধু শোষন ও লুণ্ঠনকারি ইংরেজদের চলচ্চিত্র চলবে আর প্রতিবেশি বন্ধুপ্রতীম দেশের চলচ্চিত্র চলবে না তা হতে পারে না! আমি বলি – পাকিস্তানি – নেপালি – শ্রীলঙ্কান ইত্যাদি চলচ্চিত্রও চলবে এ দেশে। তবে সেটা বাংলা ভাষায় ডাবিংকৃত হতে হবে। আর ডাবিং করা এমন কোন ব্যয়বহুল ও জটিল বিষয় নয়। খুব স্বাচ্ছন্দেই সেটি করা সম্ভব। মাত্র ৩ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে ডাবিং করা সম্ভব। ডাবিংয়ে কণ্ঠ দেবে আমাদের দেশের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র তারকারা। তাহলে আমদানিকৃত চলচ্চিত্রগুলো সর্বসাধারন দর্শক দেখতে আসবে-বুঝতেও পারবে-অভ্যন্তরীণ প্রতিযোগিতা বাড়বে এবং ব্যবসাও বেশি হবে। যে যাই বলুক অনলাইন তথা ডিজিটাল বিপ্লবের যুগে কোন বিনোদন বাধা নিষেধ মানবে না। এখন যদি ইন্ডিয়ান ফিল্ম কোম্পানি ডাবিং এর ঝামেলায় যেতে না চায় তাহলে কি ভারতীয় চলচ্চিত্র আমদানি বন্ধ হবে? না হবে না। কারণ আপনার-আমার বাসায় ঠিকই ভারতীয় চ্যানেল চলে এবং ডিভিডি র দোকানে পাইরেটেড হিন্দি মুভি সবচেয়ে বেশী বিক্রি হয়, কই বাসায় তো আমরা ভারতীয় টিভি দেখা থামাতে পারিনি? টিভি দেখতে বারণ করলে কি শুনতে হয়? বাংলা চ্যানেল তো দেখতে চাই, কিন্তু বিজ্ঞাপন আর নিন্ম মানের অনুষ্ঠান দেখার চাইতে ভারতীয় ভালো চ্যানেল দেখা ভালো । ডিভিডি দোকানে হিন্দি গান আর পাইরেটেড ফিল্ম বিক্রি বন্ধ করলে ৯০% ডিভিডির দোকান বন্ধই হয়ে যাবে। একজন প্রযোজক যোগাড় করতে যাদের পায়ের জুতো আর সম্মান দুইই ক্ষয় করতে হয় তাদের আন্দোলন করবার কি দরকার? তার থেকে কি এটা ভাল নয় যে হিন্দি সিনেমা দেখার ছলে দর্শকরা আবার দলে দলে সিনেমা হলমুখি হবে এবং আমরাও দর্শকের এই অভ্যাস কাজে লাগিয়ে বেশী বাজেটে ভাল ছবি বানানোর প্রস্তুতি নিতে থাকি!চলচ্চিত্রের আজকে যে দুরবস্থা তার ব্যর্থতা আজকের নির্মাতাদের নয়, নগ্নতার দাবানল থেকে নিজেদের গা বাঁচানোর জন্য আমাদের পূর্ববর্তী নির্মাতারা যা করেছেন এটা তারই ফসল। যেমনটি হয়েছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে, নোংরা রাজনীতির থেকে যোগ্য মানুষগুলোর সরে যাবার জন্যই আজকে দেশের এই অবস্থা। ফেসবুকে রাজনীতি আর চলচ্চিত্রকে গালাগালি করে কোন লাভ নাই। চলচ্চিকে বাঁচাতে হলে আর হলে বসে মানসম্পন্ন বাংলা চলচ্চিত্র দেখতে চাইলে, ভারতীয় চলচ্চিত্র শর্ত সাপেক্ষে আমাদানি করতে দিতে হবে। একটা চরম বাস্তব সত্য হচ্ছে – সিনেমা হল বাঁচলে চলচ্চিত্র বাঁচবে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া