adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ এখন পরিপক্ক দল: কপিল দেব

full_598654945_1432937698স্পোর্টস ডেস্ক : কয়েকদিন পরই বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। ইতোমধ্যে আসন্ন সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দু’ফরম্যাটের দলও ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাও কোচহীন দল। বোর্ডের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।
তার মতে, 'ভারতীয় দল সুপারস্টারে ভরপুর, এখানে কোচ প্রয়োজন নেই। তাদের প্রয়োজন একজন ভালো সতীর্থ। যে ব্যক্তি ভালোভাবে দলকে পরিচালনা করতে পারবে।'
এছাড়া স্বাগতিক দেশ সম্পর্কে তার মন্তব্য, বাংলাদেশ এখন পরিপক্ক দল।
১১তম ওয়ানডে বিশ্বকাপ শেষ হলো দুই মাস হয়ে গেলো। ওই বিশ্বকাপেই ভারতীয় কোচের মেয়াদ শেষ হয়েছে জিম্বাবুয়ের ডানকান ফ্লেচারের। ফলে ভারতের কোচের পদটি এখনো শূন্য। তাই এই নিয়ে জল্পনাটা অনেক বেশি। কারণ, বাংলাদেশ সফর আসন্ন। ওই সফরের জন্য কোচহীন দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে বিসিসিআই। 
কোচহীন দুই ফরম্যাটের দল ঘোষণা করায় জল্পনাটা অনেক মাত্রায় বেড়েছে পুরো ভারত জুড়ে। তবে এটি নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ দেখছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলপতি কপিল।
তিনি মনে করেন, 'একটি দলে অনেক বেশি সাবেক খেলোয়াড় থাকুক, তা আমি চাই না। হ্যাঁ, দলে একজন ভালো অধিনায়ক প্রয়োজন আছে। প্রয়োজন আছে সাবেক একজন খেলোয়াড়ও। তবে সে কোচ হবে না কিন্তু দলকে ভালোভাবে পরিচালনা করবে। আমার মনে হয়, যখন কোনো দলে অনেক উজ্জ্বল তারকা থাকবে ও খেলোয়াড়রা সুপারস্টার হবে এবং অনেক বেশি তারকা হবে, তখন ওই দলকে পরিচালনা করাটাই মুখ্য বিষয় হবে। তাই এমন একজন ব্যক্তি দরকার যে খেলোয়াড়দের ভালোভাবে পরিচালনা করতে পারবে। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই মুহূর্তে বলা যায়, ভারতের কোচ প্রয়োজন নেই। তাদের প্রয়োজন একজন ভালো সতীর্থ, যে সহায়তা করতে পারবে এবং খেলোয়াড়দের পারফরমেন্সে উন্নতি ঘটাতে সক্ষম হবে।'

এবারের বাংলাদেশ সফর ভারতের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি, 'বাংলাদেশ এখন অনেক পরিপক্ব দল। যেকোন প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা তাদের আছে। শুধু হারানোই নয়, ভালো খেলার ধারাবাহিকতা অটুট রাখার ক্ষমতা এখন অনেক বেশি তাদের। পাকিস্তানের বিপক্ষে সিরিজই তার প্রমাণ। তাই আসন্ন সিরিজটি অনেক চ্যালেঞ্জিং হবে ভারতের জন্য। সেই সাথে সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও হবে।'

আসন্ন বাংলাদেশ সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ভারত। ফতুল্লায় আগামী ১০ জুন শুরু হবে সফরের একমাত্র টেস্ট। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডেগুলো হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জুন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া