adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন সেনাপ্রধানের সাক্ষাত

PM_Army_Chief_sm_896632804নিজস্ব প্রতিবেদক : সেনাপ্রধান হিসাবে প্রথম কর্মদিবসের প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। রোববার (২৮ জুন)  দুপুর ১টার দিকে জাতীয সংসদভবনে সংসদনেতার কার্যালয়ে তিনি এ-সাক্ষাৎ করেন। 
এর আগে সকালে নতুন সেনাপ্রধানকে গার্ড অব অনার দেয় সেনাবাহিনীর একটি চৌকস দল। সকাল পৌনে ১০টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ-প্রাঙ্গণে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এরপর সেনাকুঞ্জের বাগানে একটি গাছের চারা রোপন করেন সেনাপ্রধান। তারও আগে সকাল সাড়ে ৯টায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সেনা সদস্যদের সম্মানে শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।
গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সোয়া ১২টার দিকে নতুন সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
ওই দিনই সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনীপ্রধান এয়ার মার্শাল আবু এসরার নবনিযুক্ত সেনাপ্রধানকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। 
সেনাপ্রধান হওয়ার আগে শফিউল হক সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১০ জুন তাকে নতুন সেনাপ্রধান হিসেবে পদোন্নতির ঘোষণা দেওয়া হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া