adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনা ও খালেদাকে এরশাদের ইফতারের আমন্ত্রণ

ershedনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সাবেক বিরোধী নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
 ২১ জুন রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে রাজনীতিক, কূটনীতিকসহ পেশাজীবীদের সন্মানে ইফতার পার্টির আয়োজন করেছেন সাবেক এ রাষ্ট্রপতি। ওই ইফতার পার্টিতে অংশ নেওয়ার জন্য তিন শীর্ষ রাজনীতিককে আমন্ত্রণ জানানো হয়েছে।
 
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাওয়াতপত্র পৌঁছে দেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। একই দিন দলের পক্ষ থেকে বর্তমান বিরোধীনেতা রওশন ও প্রাক্তন বিরোধীনেতা বেগম খালেদা জিয়ার কাছে দাওয়াতনামা পৌঁছানো হয়। এ ছাড়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সব সদস্যকে এরশাদের এই ইফতার পার্টিতে দাওয়াত দেওয়া হয়েছে। একইভাবে বিএনপি নেত্রী খালেদা জিয়া ছাড়াও দলটির ১০ শীর্ষ পর্যায়ের নেতার কাছে দাওয়াতপত্র পৌঁছানো হয় বলে জানা গেছে।
 
ওয়েস্টিনে এরশাদের এই ইফতারে প্রাক্তন রাষ্ট্রপতি প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কৃষক শ্রমিক পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাসদ সভাপতি আসম আব্দুর রব, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতা, বাংলাদেশে নিযুক্ত সব দেশের রাষ্ট্রদূত, শীর্ষ পর্যায়ের বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিতসকসহ পেশাজীবী প্রতিনিধিকে দাওয়াত দেওয়া হয়েছে বলে এরশাদ ঘনিষ্ঠ দলের এক প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য জানিয়েছেন।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া