adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৪ পুলিশ নিহত

news_imgআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কোয়েটা শহরের পশতুনাবাদ এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ৪ পুলিশ সদস্য নিহত হয়েছে। শনিবার বন্দুকধারীরা পুলিশের গাড়িবহরকে লক্ষ্য করে গুলি চালালে ওই ৪জন নিহত হয়। খবর ডন নিউজের।

পুলিশ সূত্রে জানা যায়, পশতুনাবাদের মোল্লা সালাম রোডে পুলিশের ওপর ওই গুলি চালানো হয়। হামলার সময় পুলিশরা ডিউটিতে যাচ্ছিলেন। কিন্তু বন্দুকধারীরা অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে নিহত হয় আরও ১জন। 

পুলিশ জানায়, নিহতদের মধ্যে ১জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ১জন চালক এবং ২জন কনস্টেবল রয়েছেন।

ময়না তদন্তের জন্য মৃতদেহগুলো কুয়েত্তার সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ জানায়, হামলা চালানোর পর বন্দুকধারীরা পালিয়ে যায়।

পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। গোলাগুলির ঘটনায় ওই এলাকার দোকানও বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া