adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএসআই সদস্য খালেদ ৩ দিনের রিমান্ডে

ISI-300x168ডেস্ক রিপোর্ট : গাজীপুরের শ্রীপুরে থেকে আটক পাকিস্তানী গোয়েন্দা সংস্থা (আইএসআই) সদস্য খালেদ মেহমুদের তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এলিনা আক্তার পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, আটক খালেদ মেহমুদ ২০১৪ সাল থেকে নিজের পরিচয় গোপন করে শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় স্থানীয় ইউনিলায়েন্স টেক্সটাইল কারখানায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। এর আগে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বিমান বাহিনীতে কর্মরত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। তার ভিসা মেয়াদোত্তীর্ণ এবং তিনি পোশাক খাতকে অস্থিতিশীল করাসহ সরকার বিরোধী কাজের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত যুক্তিতর্ক ও শুনানি শেষে আটক খালেদ মেহমুদের তিনদিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া