adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সায়াহ্ন ধারাবাহিকে কাকলী

kakoly1ইমরুল শাহেদ : ১৭ আগস্ট শিল্পকলা একাডেমির ষ্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হলো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্প প্রাগৈতিহাসিক’র নাট্যরুপ। এই গল্পটিকে মঞ্চ উপযোগী করে নাট্যরুপ দিয়েছেন মাহমুদুল ইসলাম সেলিম। মানিক বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য রচনা এই গল্পটির অভিনয় করেছেন নাগরিক নাট্যাঙ্গনের কর্মী কাকলী সুলতানাও। নাটক শেষে তিনি যখন বেরিয়ে তখন তার সঙ্গে কথা হয়। তিনি জানালেন, সম্প্রতি তিনি সায়াহ্ন নামে আরো একটি ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন। লাকী ইনাম রচিত এ ধারাবাহিকটি পরিচালনা করছেন হƒদি হক। একটি বিদ্যাশ্রমকে কেন্দ্র করে ধারাবাহিকটির গল্প এগিয়ে গিয়েছে। এই ধারাবাহিকটিতে বিদ্যাশ্রমের ম্যানেজারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। 
কাকলী বলেন, চরিত্রটি একেবারে ভিন্ন আঙ্গিকের। তিনি সবাইকে দেখান, যে তিনি সারাক্ষণই কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সকলের সঙ্গে তার সুসম্পর্ক। আদপে সে সব কিছুই না। চরিত্রটি বিলাসী ধরনের। লেখাপড়া জানা মেয়ে হিসেবে তার মধ্যে একটা অহংকার থাকে এবং সে মনে করে বিদ্যাশ্রমের ম্যানেজার পদটি তার জন্য যথাযথ নয়। চরিত্রটির বিপরীতমুখী আচরণ নিয়েই গল্পবৃত্তে চরিত্রগুলো আবর্তিত হয়। হাসি-কান্না, সুখ-দুঃখ এবং হাস্যরসের মধ্য দিয়ে গল্প এগিয়ে চলে। কাকলী জানান, নাট্যাপদান সমৃদ্ধ চরিত্রে অভিনয় করে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কাকলী কেবল একজন অভিনেত্রীই নন, তিনি একজন সহকারী পরিচালকও। অভিনয় নৈপুণ্যে তিনি যেমন বিকশিত হতে চান তেমনি নিমার্ণশৈলীতেও হয়ে উঠতে চান একজন দক্ষ কারিগর। তিনি মনে করেন, তার সেই সুঁচালো প্রতিভা রয়েছে। কাকলীর লক্ষ্য হলো ক্রমশ তারকা জগতের দিকে এগিয়ে যাওয়া এবং পাটাতন সুদৃঢ় করে প্রতিষ্ঠিত হওয়া। ‘তাই আমি থিয়েটার কর্মী এবং টিভি পারফর্মার  – এ দুটি ক্ষেত্র থেকেই বিন্দু বিন্দু করে চর্চার মধ্য দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করছি’ বলেন কাকলী।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া