adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফির ১৫০

MASHRAFIনিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটে অন্যন্য এক অর্জন সঙ্গী হয়েছে মাশরাফি বিন মর্তুজার। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে রোববার ১৫০তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন মাশরাফি।
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি তিনি। তবে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে ফিরেছেন মাশরাফি। সঙ্গে নিজের নামের পাশে লিখে নিয়েছেন ১৫০টি ওয়ানডে ম্যাচ খেলার কৃতিত্ব।
উল্লেখ্য, এই ১৫০টি ম্যাচের মধ্যে মাশরাফি ২টি ম্যাচ খেলেছেন এশিয়া একাদশের হয়ে ২০০৭ সালে। বাকি ম্যাচগুলোতে তিনি মাঠে নেমেছেন বাংলাদেশের জার্সিতেই। ২০০১ সালে অতিথি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাশরাফির ওয়ানডে অভিষেক হয়েছে। ইনজুরির সঙ্গে লড়তে গিয়ে অনেকবারই মাঠের বাইরে ছিটকে পড়তে হয়েছে তাকে। নয়তো অনেক আগেই ১৫০ ওডিআই খেলার অর্জনটা মাশরাফির সঙ্গী হতে পারত।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে ১৪৯ ম্যাচে মাশরাফির সংগ্রহ ১,৩৭৪ রান ও ১৯০ উইকেট।
অপরদিকে দলের অন্যতম ভরসার প্রতীক মুশফিকুর রহিম গতকাল পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছেন ক্যারিয়ারের ১৪৮তম ম্যাচ। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লাল-সবুজের হয়ে ক্যারিয়ারের ১৪৯তম ম্যাচে মাঠে নামেন। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া