adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

news_img (7)আন্তর্জাতিক ডেস্ক : চাউলের ভর্তুকি কেলেঙ্কারিতে আদালতে ফৌজদারি মামলার সম্মুখীন হলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে ইংলাকের। খবর রয়টার্সের। 
বৃহস্পতিবার থাইল্যান্ডের সুপ্রিমকোর্টে ইংলাকের মামলাটি গ্রহণের জন্য শুনানি হয়। আদালত মামলাটি বিচারের জন্য গ্রহণ করে তারিখ ঘোষণা করেন।
এর আগে ইংলাকের আইনজীবীরা ইংলাকের বিরুদ্ধে করা ফৌজদারি মামলাটি বিচার করার জন্য আদালত এখতিয়ার রাখেন কিনা তা জানতে চেয়ে শুনানি করেছেন। জবাবে সুপ্রিমকোর্ট মামলাটি বিচার করার সম্পূর্ণ এখতিয়ার আদালতের রয়েছে বলে জানিয়েছেন। আগামী ১৯ মে দুর্নীতি মামলাটির প্রথম শুনানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারিতে ইংলাক সিনাওয়াত্রাকে রাজনীতি থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছিল থাইল্যান্ডের সেনা সমর্থিত সরকার। ইংলাকের বিরুদ্ধে চাউলের ভরতুকিতে মাল্টি বিলিয়ন ডলার অপব্যয়য়ের অভিযোগে আনা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ইংলাকের বিরুদ্ধে চাউলের ভরতুকি কেলেঙ্কারির জন্য ফৌজদারি মামলা করেছিলেন থাই সরকার পক্ষের আইনজীবী।
ইংলাক সমর্থনকারীরা বলছেন, দেশটির সামরিক বাহিনী রাজনৈতিকভাবে শক্তিশালী এ পরিবারটিকে ধ্বংস করার জন্য এসব করছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া