adv
১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় হাইকমিশন দ্রুত সময়ে ভিসা দেবে

Visa-1421928040নিজস্ব প্রতিবেদক : ভিসা আবেদনকারীদের দ্রুত সময়ে ভিসা দেওয়ার প্রক্রিয়া চালু করছে ভারতীয় হাইকমিশন। শুধু পর্যটক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসার আবেদন সরাসরি জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) জানিয়েছে, আগামী ১ ফেব্র“য়ারি থেকে পর্যটক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হবে। এর আগে অনলাইনে ফরম পূরণ করে পাওয়া নির্ধারিত তারিখেই সেন্টারে গিয়ে তা জমা দিতে হতো।
এর আগে গত ১ জানুয়ারি থেকে ঢাকায় শুধু চিকিতসা ভিসার জন্য সরাসরি আবেদন গ্রহণ করা হচ্ছিল। আর কয়েক মাস আগেই সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হচ্ছিল চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন সেন্টারে। এখন থেকে ঢাকার গুলশান, মতিঝিল, ধানমন্ডি এবং খুলনার একটি সেন্টারে সরাসরি ভিসা আবেদন গ্রহণ করা হবে।
তবে পর্যটক ভিসার জন্য আবেদনকারীরা এই বিশেষ সুবিধা পাবেন না। পর্যটক ভিসা পেতে আগের নিয়মে আবেদন করে অ্যাপয়েন্টমেন্টের জন্য কমপক্ষে এক মাস অপেক্ষা করতে হতে পারে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া