adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাঙরের পেটে মানুষের মাথা!

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বোহল ও ক্যামিগুইন দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে ডুবে যায় ফিলিপাইনের একটি ফেরি। ডুবন্ত ফেরির ১শ’ যাত্রীকে উদ্ধার করা গেলেও দু’জনকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।  
ফিরে আসি বর্তমানে। সম্প্রতি সমুদ্রের ঠিক ওই অঞ্চলেই মাছ ধরছিলেন পাঁচ জেলে। সেদিন মাছ তো মাছ, জালে উঠল বিশালবপু এক হাঙর। প্রায় ৬শ’ কেজির এ সমুদ্র দানবের পেট কেটে কি পাওয়া গেল শুনবেন? মানুষের পা ও মাথা!
ভাবতে পারেন, এরকম হিংস্র মাংসখেকো প্রাণী, তার পেটে মানুষের মাথা পাওয়া যেতেই পারে! কিন্তু না, জেলে প্রতিনিধি বোডয় জরগড (৪৮) বলছেন ভিন্ন কথা। 
শোনা যাক তার মুখেই, আমার ৩০ বছরের পেশাদার জীবনে এমনটা কখনো দেখিনি। কখনও পাওয়া গেছে বলেও শুনিনি। তাদের ধারণা, হাঙরের পেটে পাওয়া পা ও মাথা ওই দুই নিখোঁজ যাত্রীর হতে পারে। 
তবে এটা তাদের জন্য অপয়া হতে পারে ভেবে, হাঙরসহ পা ও মাথা সমুদ্রে ফেলে দিয়েছেন তারা। বি-এন

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া