adv
১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি জোটের ১৪৭ নেতাকর্মী অভিযুক্ত

63_BNP+Paltan_110313নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ ১৪৭ জনের বিরুদ্ধে  জনমনে ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজধানীর পল্টন থানার দ্রুত বিচার মামলায় চার্জ গঠন করেছেন আদালত।
সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভুইয়ার আদালতে এই চার্জ গঠিত হয়। চার্জ গঠনের পর বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, অ্যাডভোকেট মহসীন মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাসহ প্রায় ২০ আইনজীবী চার্জ শুনানিতে অংশ নেন।
নিয়মানুযায়ী শুনানি শেষে উপস্থিত আসামিদের কাছে বিচারক জানতে চান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগে তারা দোষী না নির্দোষ। বিচারকের জিজ্ঞাসার জবাবে আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করলে বিচারক তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। এ মামলার অন্যতম আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মো. শাহজাহান, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. জাহিদ হোসেন ও অ্যাডভোকেট আবেদ রেজা।
এর আগে বেশ কয়েকটি তারিখে চার্জ শুনানির জন্য দিন ধার্য থাকলেও আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তা হতে পারেনি আদালতে। সোমবার চার্জ শুনানির সময় ১৪৭ নেতাকর্মীর মধ্যে ১০০ জন আদালতে উপ¯ি’ত ছিলেন। এছাড়া অনুপস্থিত ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গত ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় অফিসে অভিযান চালিয়ে ১৫৪ জন নেতকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মাহবুবুল হাসান এ মামলায় ৬ জনকে অব্যাহতি দিয়ে ১৪৮ নেতাকর্মীদের বির“দ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন। এদের মধ্যে ওমর ফারুক নামে এক আসামির মৃত্যু হওয়ায় ১৪৭ জনের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া