adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতু নির্মাণ চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক : অবশেষে মূল পদ্মা সেতু নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১২ হাজার কোটি টাকায় চার বছরের মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চীনা কোম্পানি মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই চুক্তি সই হয়। পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির চেয়ারম্যান লিউ জিমিং নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি সইয়ের পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করলাম। খুব শিগগির স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান দেখতে পাবেন। মন্ত্রী দাবি করে বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুসারে এ চুক্তি করা হয়েছে। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে গত ২ জুন পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে কার্যাদেশ দেয় সরকার। এর আগে কয়েকটি প্রতিষ্ঠান এ-সংক্রান্ত কাজের দরপত্র কিনলেও দরপ্রস্তাব জমা দেয় কেবল চায়না ব্রিজ। গত ২২ মে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে চীনা কোম্পানির দরপ্রস্তাব অনুমোদন দেয়া হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া