adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেনিশ তারকা এরিকসনের প্রতি সম্মান ইংলিশ ফুটবলারদের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ নয়, যেন নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে খেলতে নেমেছে ইংল্যান্ড-ডেনমার্ক। ম্যাচের শুরুতেই যা করে দেখাল ইংল্যান্ড, তাতে ডেনিশদেরও হৃদয় জিতে নিয়েছে ইংলিশ ফুটবলাররা।
বুধবার (৭ জুলাই) রাতে ওয়েম্বলিতে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ডেনমার্ক। এদিন ম্যাচ শুরুর আগে ক্রিশ্চিয়ান এরিকসনের নামাঙ্কিত ইংল্যান্ডের একটি ১০ নম্বর জার্সি হ্যারিকেইন তুলে দেন ডেনিশ অধিনায়ক কয়েয়ের হাতে। ইউরো কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে খেলতেই হঠাত অজ্ঞান হয়ে এরিকসন লুটিয়ে পড়েন মাটিতে। তার এমন অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিল গোটা ফুটবল বিশ্ব। এরপর মাঠেই ১০ মিনিট চিকিৎসা চলে।
পরে হাসপাতালে নেয়ার পর ছিটকে যান আসর থেকেই। ওই ম্যাচসহ পর পর দুই ম্যাচ হেরে যখন ইউরো কাপ থেকেই ছিটকে যেতে বসেছিল দলটা তখনই ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে ওঠে ডেনমার্ক।
এরপর এরিকসনের নামে বিশাল এক জার্সি নিয়ে ম্যাচ শুরুর আগে সম্মান জানাতে দেখা যায় ডেনিশদের। সতীর্থরা এমনটা করতেই পারেন তবে, প্রতিপক্ষ দল থেকে যদি এমন সম্মাননা পান তবে সেটার মর্যাদা তো অনেক বেশিই। সেই মর্যাদাই পেয়েছেন এরিকসন।
এই মুহূর্তে কোপেনহেগেনে চিকিৎসা চলছে এরিকসনের। এদিকে তার দল ফাইনালে উঠতে না পারলেও উয়েফা তাকে আমন্ত্রণ জানিয়েছে ইউরো কাপের ফাইনাল ম্যাচ মাঠে বসে দেখার জন্য। সঙ্গে ডাকা হয়েছে এরিকসনের প্রাণ বাঁচাতে চিকিৎসা দেয়া সব ডাক্তারদেরও। – দ্য সান/ আরটিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া