adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম সিটি মেয়র পাচ্ছেন মাদার তেরেসা পুরস্কার

NASIRডেস্ক রিপোর্ট : ভারতের 'মাদার তেরেসা ইন্টারনেশনাল অ্যাওয়ার্ড' পেতে চলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আগামী ৩০ জানুয়ারি কলকাতার ইস্টার্ন জোন কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার তাঁকে তুলে দেওয়া হবে। মাদার তেরেসা ইন্টারনেশনাল অ্যাওয়ার্ড কমিটি রাজনীতিতে অবদানের জন্য মেয়র নাছির উদ্দিনকে এ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনী অরুণ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, "মাদারের নামের এ পুরস্কার ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণিকে দেওয়া হয়েছে। এবার বাংলাদেশ থেকে চারজনকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন শিক্ষায় ড. গাজী মিজানুর রহমান, সমাজ সেবায়  আজাদুল করিম আর্জু। এ ছাড়া এবার ভারতেরও বেশ কয়েকজন এ পুরস্কার পাচ্ছেন।

গত বছর মাদার তেরেসা পুরস্কারে ভূষিত হন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি, অভিনেত্রী কোয়েল মল্লিক, ক্রীড়া ক্ষেত্রের জন্য প্রসূন ব্যানার্জি। ৩০ জানুয়ারি মাদার তেরিসা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আলতামাস কবির উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এ ছাড়া ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল শ্যামল সেন ও কলকাতার আর্চ বিশপ থমাস ডি-সুজারের  উপস্থিত থাকার কথা রয়েছে।

মূলত মাদার তেরেসার আদর্শকে প্রচার করার লক্ষ্যেই মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি গত ১৫ বছর ধরে এ পুরস্কার দিয়ে আসছে। এবার তাঁরা ১৬তম পুরস্কার পেতে চলেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া