adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেনমার্ক ২৯ বছর পর ইউরো ফুটবলের সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক : ডেনমার্ক ২৯ বছর পর ইউরো ফুটবলে আবারও সেমিফাইনাল নিশ্চিত করলো। নকআউট পর্বে নেদারল্যান্ডসকে হারিয়ে চমক দেখানো চেক রিপাবলিককে আক্রমণ পাল্টা-আক্রমণের ম্যাচে ২-১ গোলে হারিয়ে সেমির টিকেট নিশ্চিত করেছে ডেনিশরা।

আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল ডেনমার্ক। ফলাফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ৫ মিনিটের মাথায় প্রথম কর্নার পায় ডেনিশরা। লারসেনের কর্নার থেকে পাওয়া বল ডেলানের হেডে খুঁজে পায় চেকদের জাল। এগিয়ে যায় যায় ডেনমার্ক।

এরপর বেশ কিছুক্ষণ আক্রমণ পাল্টা-আক্রমণ চলে। তবে বারবার আক্রমণ করেও গোল পাচ্ছিলো না কোনো দলই। শেষমেশ বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে আবারও গোল পায় ডেনিশরা। ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ক্যাস্পার হজুলমন্ড শিষ্যরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেক রিপাবলিক। দারুণভাবে শুরু করে তারা। মাত্র ৪ মিনিটের মাথায় ডেনমার্কের রক্ষণভাগ কাঁপিয়ে দেয় চেক খেলোয়াড় কাউফাল ও প্যাট্রিক। কাউফালের ক্রস থেকে পাওয়া বল প্যাট্রিকের ভলিতে ডেনিশ গোলকিপার শ্মাইকেলকে ফাঁকি ঢুকে যায় ডেনমার্কের জালে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া